আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনেক উপদেষ্টাই ওষুধ কোম্পানীগুলোর সাথে জড়িত: Daily Information. Denmark



সোয়াইন ফ্লুর টিকা তৈরির সাথে জড়িত বিশ্বস্বাস্থ্য সংস্থার অনেক উপদেস্টাই নামকরা ওষুধ নির্মাণকারী কোম্পানীগুলোর কাছ থেকে বেতন গ্রহণ করেন। তাদের সাথে ওষুধ কোম্পানীগুলোর কি সম্পর্ক রয়েছে তা রহস্যাবৃত রয়েছে বলে এই সাংবাদিক মনে করেন। ডেনমার্কের দৈনিক ইনফরমেশনের সাংবাদিক লুইস ভোলার আরো বলেছেন, এ সব উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে কি পরিমাণ অর্থ পাচ্ছেন তাও প্রকাশ করা হয় নি। অর্থাৎ এ ব্যাপারে কোনো স্বচ্ছতা নেই। এ ছাড়া সোয়াইন ফ্লু বিশ্বব্যপী মহামারী আকারে দেখা দিলে তা প্রতিরোধের উপায় বা টিকা তৈরির বিষয় নিয়ে আলোচনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন সময়ে বৈঠকের আয়োজন করে।

ঐ সব বৈঠকে ওষুধ কোম্পনীগুলো উপস্থিত ছিলো। তবে ওষুধ কোম্পানীগুলো বা বিশ্বস্বাস্থ্য সংস্থার উপদেষ্টারা ঐ বৈঠকে মহামারী প্রতিরোধ করার কর্ম-কৌশল সর্ম্পকে কি বলেছেন সে সর্ম্পকে কিছুই জানা যায় নি বলে লুইস ভোলার রাশিয়ার টিভি চ্যানেল রাশিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে পরিচিত যে সব বিজ্ঞানী রয়েছেন তাদের মধ্যে অনেকেই সোয়াইন ফ্লু'র টিকা তৈরির সাথে জড়িত ওষুধ কোম্পানীগুলোর শীর্ষস্থানীয় উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিক লুইস ভোলার বলেন, এ বিষয়টির দিকে নজর দেয়া খুবই দরকার। তিনি বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ হিসেবে কারা কাজ করছেন এবং এই সব বিশেষজ্ঞ অন্য কোন প্রতিষ্ঠানে কাজ করেন কিনা তাও প্রকাশ করা উচিত।

এ ছাড়া সোয়াইন ফ্লুর ব্যাপারে বিশ্ব জুড়ে এক ধরণের আতংক সৃষ্টি করা হয়েছে বলেও তিনি মনে করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.