আমাদের কথা খুঁজে নিন

   

যান্ত্রিক গোলযোগের কারণে ঈদের যেসব অনুষ্ঠান প্রচার করা যাচ্ছে না

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

আজ ঈদের দিন থেকে পুরো পাঁচ দিন জুড়ে ‘ঈদ উৎসব’ আয়োজনের সব প্রস্তুতিই নেওয়া হয়েছিল। গান থেকে নাচ, সিনেমা থেকে নাটক- সবকিছুই ছিল এই আয়োজনে। কিন্তু বিধি বাম! যান্ত্রিক গোলযোগের কারণে আকর্ষণীয় সেই অনুষ্ঠানমালা শেষপর্যন্ত প্রচার করা গেল না। তবু চেষ্টার ত্রুটি নেই আমাদের। ফ্রিকোয়েন্সি পাওয়া গেলেই আমরা ফিরে আসছি আপনাদের মাঝে।

তার আগে ঈদ-উল-আজহার বিশেষ অনুষ্ঠানসূচিতে চোখ বুলিয়ে নিন একবার। আমাদের সঙ্গেই থাকুন। বেলা ১০-১০ কোরবানি কণিকা (তাৎপর্য ও নিয়মাবলী)। গ্রন্থনা : শায়খুল হুজুর ছাহেব, তর্জমা পেশ : মুফতি মৌলানা আরিফুর রহমান বিলাতী ১১-০৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা সাইয়্যাছবি: নাচনেওয়ালী শ্রেষ্ঠাংশে : প্রিন্স কালপুরুষ খান, ভেবে ভেবে বলি এবং অন্যান্য। ১১-৩০ হাঁড়ি কড়াই রান্না লড়াই রেসিপি দেবেন : গার্হস্থ্য অর্থনীতির অধ্যাপিকাবৃন্দ, যথাক্রমে নাফিসা ইফতেখার, একরামুল হক শামীমা, ফারহানা দাউদ, কঁাকনা, অ্যামাটার খাতুন ৫-০০ কোম্পানীগঞ্জ সংবাদ উপস্থাপনা : বিষিশ্ঠ সাম্বাদিক ইকবাল হোসেন মজনু ১১-৩০ ছোটদের বিচিত্রানুষ্ঠান 'কিসিমপুর' অংশগ্রহণে : শিশুশিল্পী আহমাদ মোস্তফা কামালী, আইরিন সুলতান, 'ক্ষুদে গানরাজ' শওকত হোসেন মাসুম ও রাগী ইমন।

১১-৫৫ নৃত্যানুষ্ঠান : পায়ে পায়ে বাজুক নূপুর অংশগ্রহণে : পি মুন্সী, ফকির ইলিয়াস, ফাহমিদুল হক নৃত্য পরিচালনা : জামাল ভাস্কর। ১২-১৫ ঈদের বিশেষ ব্যান্ড শো পরিবেশনায় : ব্রাত্য রাইসু ও তার দল। ১-০০ আপনার স্বাস্থ্য উপস্থাপনা : ডাক্তার চিকনমিয়া। ১-৩০ হামদ-নাত পরিবেশনায় : হাফেজ মৌলানা রাসেল ( ........) মীরপুরী। সতর্কীকরণ: কোনো দ্বিধা ছাড়াই এই পোস্টকে একটি মোটা দাগের সস্তা রসিকতা হিসেবে নেবেন।

মাইন্ড খাইয়েন না কেউ। ঈদ মোবারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।