আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: নীল অর্কিড



কবিতা: নীল অর্কিড -এম জসীম জোছনায় অনুলিপ্ত পৃথিবী বিস্ময়ে চেয়ে থাকে অনিমেষ তবু অনুৎপল ছিলে তুমি এতোসব জৌলুসে। আমি তো অপগন্ড আজীবন তুমি অমিতাভ ছিলে তাইতো আছো বহুকাল ধরে... এখনও তোমার প্রসন্ন ছায়ায় হাঁটি নিবিড় একাকি পথ... এছাড়া কি নিয়ে বাঁচে জীবন ! বাতাসের ত্বকে তোমার শরীরের আতর ভাসে রৌদ্রের তেজে তোমার মেজাজী উত্তাপ আমায় বিকিরণ দেয় আহারের মত আর নির্মল বৃরাজী তোমার শীতল বুকের মত আমাকে আশ্রিত করে , আহা! এই পুন্যতিথির অর্চনায় শুধু আঁকি র্অহনীশি তোমার অবয়ব অন্তরিক্ষে । এভাবে খেলি জীবন নিয়ে ভীষণ খেলি নিবিড় নির্জনে - না হয় কি নিয়ে থাকবো এতটাকাল আহা কি নিয়ে থাকবো এতটা সময়.... আমি যে নীল বেদনার নিসঙ্গ অর্কিড । -এম জসীম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.