আমাদের কথা খুঁজে নিন

   

বিটিসিএল’র ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন মারমার কাটকাট অফার

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

খবরটা পুরান তবুও শেয়ার করলাম বিটিসিএলএর নতুন প্রিপ্রেইড প্যাকেজের আওতায় গ্রাহকরা ৩০০ টাকায় ১২৮ kbpsগতিতে ২ গিগাবাইট, ১২০০ টাকায় ২৫৬ kbps গতিতে ৮ গিগাবাইট এবং ২৪০০ টাকায় ১ Mbps গতিতে ১৬ গিগাবাইট ডাটা ডাউন লোড করতে পারবেন। সেইসঙ্গে পাঁচশত টাকা নিবন্ধণ ফি এবং ছয়শত টাকা সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে। দিনের বেলা এবং রাতের বেলা ব্যবহারের জন্য পৃথক দুটি নতুন প্যাকেজও চালু করেছে বিটিসিএল। দিনের বেলা- সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত – ৩ মাসের জন্য ২,১০০ টাকা (১২৮ kbps), ৩,৬০০ টাকা (২৫৬ kbps) এবং ৬,০০০ টাকা (৫১২ kbps)। রাতের বেলা- রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৩ মাসের জন্য ৩,০০০ টাকা (৫১২ kbps), ৪,৫০০ টাকা (১০০০ kbps) এবং ৭,২০০ টাকা (২০০০ kbps)।

এ দুটি প্যাকেজের জন্য ৩০০ টাকা নিবন্ধণ ফি এবং ৫০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে। অপরদিকে, আনলিমিটেড পোস্টপেইড সংযোগের চার্জ কমানো হয়েছে। পুনঃনির্ধারিত চার্জ অনুযায়ী- ১২৮ kbpsর জন্য প্রতিমাসে এক হাজার টাকার পরিবর্তে আটশ’ টাকা, ২৫৬ kbps জন্য ১৫’শ টাকার পরিবর্তে ১২’শ টাকা, ৫১২ kbpsর জন্য ২১’শ টাকার পরিবর্তে দু’হাজার টাকা। সেইসঙ্গে পাঁচশত টাকা নিবন্ধণ ফি এবং ছয়শত টাকা সেটআপ কনফিগারেশন চার্জ প্রযোজ্য। তবে এ প্যাকেজের আওতায় কোনো গ্রাহক একসঙ্গে তিন মাসের চার্জ অগ্রীম পরিশোধ করলে তাকে আরও এক মাস ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়া হবে।

দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালুর সাত মাস পেরিয়ে গেলেও বিটিসিএল’র গ্রাহক সংখ্যা এক হাজারও ছুঁতে পারেনি। রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এই নতুন সেবার গ্রাহকের সংখ্যা বাড়াতে সাশ্রয়ী মূল্যে তিনটি নতুন প্যাকেজ চালু এবং অন্যান্য প্যাকেজের চার্জ কমানো হয়েছে। দেশের বড় শহরগুলোতে ৩৩ হাজার দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়ার ক্ষমতা থাকলেও বর্তমানে গ্রাহক সংখ্যা এক হাজারেরও কম বলে জানিয়েছেন বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএম খবিরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ল্যান্ড ফোনের পাশাপাশি গ্রাহকদের অন্যান্য ‘ভ্যালু অ্যাডেড সার্ভিস’ দেয়ার উদ্দেশ্যে বিটিসিএল সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের তিনটি নতুন প্যাকেজ চালু করেছে। রোববার বিটিআরসি’র বোর্ডসভায় নতুন প্যাকেজ ও হ্রাসকৃত কল চার্জ অনুমোদন করা হয় বলে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক জানান।

তিনি আরও জানান, অন্যদের তুলনায় গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে গুণগত মানের দ্রুতগতির সার্ভিস দিতে বিটিসিএল’র নতুন প্যাকেজের আওতায় রয়েছে ৩০০ টাকায় ১২৮ kbps গতিতে দুই গিগাবাইট পর্যন্ত ডাটা ডাউন লোডের সুযোগ। গত এপ্রিল মাসে বিটিসিএল ল্যান্ড ফোনের ডায়াল আপ সংযোগের পাশাপাশি দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু করে। এডিএসএল প্লাস টু প্রযুক্তির মাধ্যমে পাঁচটি প্যাকেজে এই ইন্টারনেট সেবা দেওয়া শুরু হয়। বিটিসিএল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রাজশাহী, বগুরা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহসহ অন্যান্য বড় শহরে এই ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দিচ্ছে। কিন্তু বিপণনে কার্যকর পদক্ষেপ না নেয়ায় এবং প্রচারের অভাবে এ সার্ভিস গ্রাহকদের মাঝে তেমন জনপ্রিয়তা পায়নি বলে জানান বিটিসিএল’র নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা বলেন, অন্যান্য ইন্টারনেট সেবা দানকারী কোম্পানির তুলনায় উন্নতমানের দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু করা হলেও এ সেবার বিষয়টি গ্রাহকদের অগোচরেই রয়ে গেছে। সঠিকভাবে প্রচার পেলে গ্রাহকদের চাহিদা মেটাতে বিটিসিএলকে হিমশিম খেতে হবে। বর্তমানে যে ধারণক্ষমতা রয়েছে তা অল্প সময়ের মধ্যেই ফুরিয়ে যাবে। প্রকৌশলী খবিরুজ্জামান বলেন, গুণগত মানের বিচারে এই সেবা অন্যগুলোর চেয়ে সাশ্রয়ী বলে গ্রাহক আকর্ষণ করতে মাস খানেক আগে নতুন উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে এবার নতুন প্যাকেজ চালু ও চার্জ কমানো হয়েছে।

তিনি বলেন, মোবাইল ফোন অপারেটর কিংবা অন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার চেয়ে গ্রাহকদের সেবা দিতেই বিটিসিএল এ সার্ভিস চালু করে। (মন্তব্যে দেখলাম Kbps হবেনা KBPS হবে এনিয়ে আবারও দ্বন্ধ এই শেষবারের মত এই KBPS /kbps এর উত্তর দিচ্ছি। ডাউনলোডের স্পিড হয় KBPS এ আর ইন্টারনেটের মোট গতি হয় kbps । তবে কিছু কিছু বেলায় ব্যতিক্রম হতে পারে তা আপনার জ্ঞান দিয়ে বুঝো নিতে হবে। আশা করি আপনাদের ওয়াইম্যাক্স এর মত 128KBPS না kbps এর মত আবার বিতর্ক শুরু করবেন না।

আচ্ছা কেউ কি এই প্যাকেজ ব্যবহার করেন । ??সংযোগ নিতে কি কোন মডেম লাগে???নাকি ব্রন্ডব্যাস্ডের মত কম্পিউটারের মডেম দিয়েই চলবে। ??জানান ভাই ইচ্ছা করতেছে দেশি হওয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.