আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা অসুখী সময়



কবিতা:অসুখী সময় -এম জসীম এতোসব আমাদের সাধ্যের বাইরে তবু স্বস্তির সন্ধানে ছুঁটে যাই নীল বঙ্গোপসাগরের কাছে তার বুকেও বিক্ষুব্ধ ঢেউ অদৃশ্য অসংখ্য ছুঁতোর রেঁদা চালাচ্ছে জীবনের অন্বেষায়। তবু সাগর-নদী-পাহাড় আর রাতের কাছে সমর্পিত হই ... সাগর, কোন বেদনায় এত কাঁদে পাহাড়, কোন বেদনায় এত মৌন থাকে নদী , কোন বেদনায় এত কূল- কূল ডাকে রাত, কোন বেদনায় এত নিস্তব্ধ থাকে। ঘৃনার নিশ্বাসে ভরে ওঠে অন্তর অসুখী বাতাস বহে অন্তরে-অন্তরে উষ্ণ, আর্দ্র, ক্লান্ত করে দেহ-মন মনের এই ক্ষত দেহের চেয়েও দেহাতীত তবু ঘুমে কাতর থাকে সভ্যতা নিরব থাকে খরারক্রান্ত দুপুর তারপর কান্তিতে ঘুমাই ........ ঘুম থেকে জেগে দেখি অনেক কাপড় এখনও ভেজা অথচ, সূর্য় অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। -এম জসীম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.