আমাদের কথা খুঁজে নিন

   

মান্নান ভুইয়ার পথে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর !!!!!!!!!!!!!!

মান্নান ভুইয়ার পথে ফখরুল। ১২ সাংবাদিক নিয়ে গোপন অভিসার। ঠিক একই রকম কাজ করেছিলেন মান্নান ভুইয়া। বিএনপির ক্ষমতা হস্তান্তরের বছর খানেক আগে নয়াপল্টনে লালুনা রেস্টুরেন্টে প্রিয়ভাজন ৭ সাংবাদিক নিয়ে এক নৈশভোজ করেন মান্নান। তাতে বেফাঁসে অনেক কথা বলে ফেলেছিলেন।

ভুইয়া বলেছিলেন, “আগামী বছর খালেদা জিয়া অচল হয়ে যাবে, আর তারেক তো একটা বদমাইশ, ওকে দিয়ে হবে না। দলের দায়িত্ব আমাকেই নিতে হবে। ” আমার এক সহকর্মী ওই নৈশভোজে ছিল। যাই হোক, সেই ভুইয়া পরের বছরই জেনারেল মইনের ঘাড়ে চেপে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্ন দেখেছিলেন। অথচ আল্লাহ তাকে বেইমানের খেতাব দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন।

মীর্জা ফখরুল - সাবধান!! লিংক মূল নিউজ: পছন্দের জনা বারো রিপোর্টার নিয়ে অতিগোপনে নৈশভোজ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় বিএনপির সংবাদ নিয়মিত কভার করা রিপোর্টাররা যেমন ক্ষেপেছেন, তেমনি দলীয় পরিমণ্ডলেও শুরু হয়েছে নানামুখী সমালোচনা। উপরন্তু এ ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেন এমন আয়োজন করলেন ফখরুল? তাহলে কি বছরের পর বছর বিএনপির সংবাদ নিয়মিত কভার করা রিপোর্টারদের দরকার নেই তার? এটা কি ফখরুলের ব্যক্তিগত মিশন, নাকি তার দলেরও সায় আছে এতে? যদি থাকে তাহলে মাত্র জনা বারো সাংবাদিক নিয়ে কোন বৈতরণী পাড়ি দিতে ‍চান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও তার দল? এই বাছাই করা ১২ রিপোর্টার হলেই কি বিএনপির মিডিয়া কাভারেজের টার্গেট পূরণ হয়ে যাবে? এর বাইরে কি কোন সংবাদ কর্মী বা সংবাদ মাধ্যমের দরকার নেই তার?ফখরুলের দলের ক’জন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেও এসব প্রশ্নের স্পষ্ট কোন উত্তর পাওয়া যায়নি। পাছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে সেই ভয়ে এ ব্যাপারে ফরমাল বক্তব্য দিতেও নারাজ ফখরুলের রাজনৈতিক সতীর্থরা।

কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিবের এমন কাণ্ডে যে তারা খুশি নন তাও বেশ ‍বুঝিয়ে দিচ্ছেন মিডিয়া কর্মীদের। গত শুক্রবার গুলশানের ভিলেজ রেস্টুরেন্টে আয়োজিত ওই ভোজে অংশ নেওয়া এক সূত্রের দাবি, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এম এ কাইয়ূমের সহযোগিতায় এমন আয়োজন করেন ফখরুলই। আর এতে অংশ নেন এটিএন বাংলা, এনটিভি, বাংলাভিশন, একুশে টেলিভিশন, বৈশাখী টেলিভিশন ও চ্যানেল২৪সহ আরো ক’টি মিডিয়ার রিপোর্টার। এ বৈঠকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি বিটের রিপোর্টারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিটে কর্তব্যরত শ’ দু’য়েক রিপোর্টারের মধ্য থেকে বাছাই করে মাত্র ১২ জনকে নিয়ে এমন ভোজসভা আয়োজনের ঘটনায় বাংলানিউজের কাছে তীব্র ক্ষোভও প্রকাশ করেন তারা।

আর ওদিকে এ আয়োজনকে কাণ্ডজ্ঞানহীন উদ্যোগ আখ্যা দিয়ে দলের মধ্যে সরব ও সক্রিয় হয়ে ওঠেন ফখরুল বিরোধীরা। এরই মধ্যে তারা নাকি জল অনেকটাই ঘোলা করে ফেলেছেন। ফখরুলের বিরুদ্ধে দলীয় ইমেজ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলছেন তারা। সব মিলিয়ে তাই বেশ বিপাকেই পড়েছেন ফখরুল। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাত্র মাসখানেক আগে এমন ঘটনার জন্ম দিয়ে ফখরুল বড় ধরনের ভুল করলেন বলেও সমালোচনা চলছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।