বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
আমারে হৃদয়ে জড়াবার আগে জেনো,হে কিশোরী
কতকালে কড়া নেড়ে গেছে দ্বারে ফিনিশীয় মিশরীয়
চীনা কিংবা ভারতীয় গ্রীক রোমান সভ্যতার
প্রেমের দেবীরা পূজে গেছে মোরে ভেবে ভুল অবতার!
হৃদয়ের যত প্রেম নিংড়ে রেখেছে জড়ায়ে ধরে
তারপর বাসি ফুলের মতন কেবলই গিয়েছে ঝরে
নদীর স্রোতে পূজোর ফুলের মতন কোথায় ভেসে
চলে গেছে তারা দূরেতে অন্য কারে যেন ভালোবেসে!
কিংবা আমিও কখনো প্রবল উন্মাদনায় মেতে
দিয়েছি কাহারে বসিবার তরে হৃদয়ে আসন পেতে,
কাহারো দু'হাত ভরিয়ে দিয়েছি ব্যথার মতন ফুলে
সেগুলো তারা নেড়েচেড়ে ফেলে রেখে গেছে ভুলে!
কখনও তারা অভিমানী হলো পেয়ে মোর অবহেলা
কেউবা কেবলই খেলিয়া গিয়াছে ভাবিয়া কপট খেলা!
অথচ কেউই বুকের অনেক গভীর অতল থেকে
ভালোবাসে নাই,আমার আঘাত রাখে নি হৃদয়ে ঢেকে!
তবু বারেবারে স্বপ্নে উদাস নিঝুম দ্বীপের তীর,
তরী বেয়ে যাই,পাই যদি খুঁটি বেঁধে হব ঠিক স্থির!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।