আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিশোরীকে......

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

আয় পাষাণী,আয় না করি যুদ্ধের আয়োজন তুমুল ভীষণ যুদ্ধ হবে,আমরা এ দু'জন- আস্ত্রধারী যোদ্ধাবেশে শত্রু হয়ে লড়ি, প্রমাণ হবে কার চেয়ে কে বেশী ঘৃণা করি! সাদাকালো ছক কাটা ঘর মধ্যে রেখে আয় সৈন্যবেশী প্রেমিক দিয়ে ক্ষেত্রটা সাজাই, চাঁদ হবে কার বাজি রেখে লড়াই হবে আজ ভালো আমায় বাসিস না,তাই হলাম যুদ্ধবাজ! আগুন লাগা গোলাপ কুড়ি বুলেট হয়ে তোর হৃদয়টাকে করবে অবশ,গড়বে মায়ার ঘোর- চারপাশেতে;দেখবি তখন প্রেমের অধিকার তৈরি হবে,জীর্ণ হবে তোর সব অহংকার! বুক থেকে মোর পাঁজর খুলে গড়বো ধনুক তায়, সর্বনাশী,আয় না এবার-আর একটিবার আয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.