একটা কাঁচের দেয়াল
ঘিরে আছে তোমার আমার চারপাশে
দেয়ালের গায়ে আদরে তুমি আঙ্গুল বুলাচ্ছো
তোমার ঐ ক্ষয়ে যাওয়া সুন্দর নখর।
আকাশের দিকে চোখ রাখো
একটা চিল তোমার পিঠ ঠুকরে
বের করে আনতে চাচ্ছে ডানা,
পাহাড়ের চূড়ায় চোখ রাখো
তোমার চোখে একটা পাথর গ’লে
এখানে বৃষ্টি নামছে
এখানে বৃষ্টি নামছে
এখানে বৃষ্টি নামছে
এখানে বৃষ্টি নামছে।
তুমিই জানো দেয়াল নিয়ে তুমি কি করবে
ভাংবে নাকি রেখে দেবে তোমার মায়ের মতই
কিন্ত আমি তোমাকে জড়িয়ে ধরবোই
কিন্ত আমি তোমাকে জড়িয়ে ধরবোই
কিন্ত আমি তোমাকে জড়িয়ে ধরবোই
কিন্ত আমি তোমাকে জড়িয়ে ধরবোই।
একটা আকুরিয়ামের ভেতর
রঙ ছড়িয়ে ছিটিয়ে আমরা সময় কাটাচ্ছি
চলে যাচ্ছে বসন্ত আবার
ফিরে আসছে সে
চলে যাচ্ছে গ্রীস্ম আবার
ফিরে আসছে সে,
আকুরিয়ামের দেহে শুধু শ্যাওলা জমছে
তোমার রঙ তুমি হারিয়ে ফেলছো
তোমাকে আমি চিনতে পারছিনা,
সমুদ্র কি তোমাকে ভুলে গেছে??
তবু তাকাও সমুদ্রে ভেসে ওঠা নীল দ্বীপের দিকে
তবু তাকাও সমুদ্রে ভেসে ওঠা নীল দ্বীপের দিকে
তবু তাকাও সমুদ্রে ভেসে ওঠা নীল দ্বীপের দিকে
তবু তাকাও সমুদ্রে ভেসে ওঠা নীল দ্বীপের দিকে।
তুমিই জানো আকুরিয়াম নিয়ে তুমি কি করবে
ভাংবে নাকি রেখে দেবে তোমার তোমার মায়ের মতই
কিন্তু আমি তোমার সাথে সমুদ্রে সাঁতার কাটবোই
কিন্তু আমি তোমার সাথে সমুদ্রে সাঁতার কাটবোই
কিন্তু আমি তোমার সাথে সমুদ্রে সাঁতার কাটবোই
কিন্তু আমি তোমার সাথে সমুদ্রে সাঁতার কাটবোই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।