আমাদের কথা খুঁজে নিন

   

উপমা আপডেট > ৮ > বিপদের উপর বিপদ! উপমার চোখদুটো নষ্ট হয়ে যাচ্ছে!!

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
উপমার হার্টের চিকিৎসা চলছে, এরই মধ্যে তার আর একটি উপসর্গ দেখা দিয়েছে, চোখে কম দেখে! যথারীতি একজন ভাল চোখের ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার যা জানালেন তাতে রিতিমত আতংকিত বোধ করছি। ডাক্তারের ভাষ্যঃ হার্টের ভাল্ব নষ্ট হওয়ার কারণে ওর চোখে রক্ত সরবরাহ অনিয়মিত। সে কারণে হোক বা অন্য কোন কারণে হোক ও ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছে! এই মুহূর্তে চোখে অপারেশন করে লেন্স বসাতে হবে। যখন ডাক্তারকে তার হার্টের কাগজপত্র দেখানো হলো তখন অপারেশনের কথা থেকে সরে আসলেন! এখন চোখের অপারেশন করালে সেখানে ব্লিডিং বন্ধ করা যাবে না।

আবার এই মুহূর্তে হার্টের অপারেশনও করানো যাবেনা! অথচ চোখে এখনই লেন্স না লাগালে ও কয়দিন পরে কিছুই দেখবে না! অসহায়ের মত নির্বাক কথা শোনা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। কি করব এখন? শেষে বোর্ড বসিয়ে সিদ্ধান্ত হলো আপাতত চশমা দিয়ে কিছুদিন চলুক। সেই মতে চশমা দেওয়া হলো। তাতেও দেখতে পারে না। এখন বই পড়তে ওকে ম্যাগনিফাইং গ্লাস কিনে দিতে হবে।

ডাক্তারদের সামনে আমরা সাধারণ মানুষ অনেকটাই কোরবানীর গরুর মত। কান দিয়ে শোনা আর চোখ দিয়ে দেখা ছাড়া কিছুই করণীয় থাকে না। এ্যাপোলো হাসপাতালের আতোয়ার সন্দীপ বলছেন-"হার্টের অপারেশন করা যাবে"। আবার বাংলাদেশের দুই বিশেষজ্ঞ ডাক্তার বলছেন- "উনি বিদেশী মানুষ, টেবিলে শোয়ালেই টাকা, উনি কি বেশি বোঝেন?" আর এই দুই পক্ষের টানাহেঁচড়ায় আমরা উপমাকে নিয়ে নিরুপায় কলের পুতুল!! ওর একাউন্টের গত মাসের স্থিতি............................... ৩,১৭,০০০/- উপমার একাউন্ট নং 105-101-142123 Dutch-Bangla Bank Limited Motijheel Foreign Exchange Branch
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।