সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...
আমার বনধু উপমার খবরটা দিয়েছিলো।সময়ের অভাবে নিজে পড়া হয়নি।আজ সময় বের করে ল্যাবে আসলাম পড়তে।পড়ে যেটা মনে হলো তা হচ্ছে পৃথীবিতে এখনো অনেক ভালো মানুষ আছেন যারা অন্যের বিপদে এগিয়ে আসেন,অন্যের কষ্টে কষ্ট পান।উপমার জন্যে এতো দোয়া,আশীর্বাদ,ভালোবাসা এবং সহানুভূতির হাত তার মনোবল কে বাড়ানোর বড় হাতীয়ার।আমি শুধু বলবো, উপমা তোমাকে ঘিরে আছে লক্ষ কোটি মানুযের ভালোবাসা।তুমি রবে সবার মাঝে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।