ধন্যবাদ
উপমা সম্পর্কে আগের পোস্টটি বিস্তারিত না পড়তে পারার কারনে আবারো পোস্টটিকে সংযোগ দেওয়ার অনুরোধ করেছিলাম। আজকে পোস্টটি আবারো দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ব্লগ কর্তৃপক্ষকে। বিস্তারিত পড়ে সত্যিই মর্মাহত হলাম। বড়ই বেদানাদায়ক। ভাগ্যের কি নির্মম পরিহাস।
যাইহোক ,শুধু মর্মহত হয়ে লাভ নেই । তার জন্য কিছু করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সফল হোক। তবে কিছু কথা না বললেই নয়। গতকাল বিশ্ব ভালবাসা দিবস পালিত হল। আমাদের অনেকে এই দিবসটি অনেকে পালন করেছে।
খবরে দেখলাম গোলাপের দাম পাঁচ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বিশ টাকায় বিক্রি হয়েছে। আমরা হয়তো কিনে একে অন্যকে উপহার দিয়েছি। এই রকম দিবস আমাদের আরো আছে। থারটি ফাস্ট নাইটে হাজার টাকার দিয়ে টিকিট কিনে শেরাটোনে আমরা দিবসটি উদযাপন করি। পুজিবাদীরা বিয়ার শ্যাস্পেন হুইস্কি নিয়ে টাকার মোহড়া দেখায় বিভিন্ন বিলাসবহুল হোটেলে।
তথাকথিত নারীর মতা প্রদানকারী টাকাওয়ালা বিভিন্ন ফ্যাশান শো এর নামে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নারীদের দেহ সর্বোস্ব জীবে পরিণত করছে। তাদের একটি দিনের ব্যয়িত টাকা দিয়ে হয়তো এই রকম অনেক উপমার ওপেন হার্ট সার্জারী করা সম্ভব। দুর্নীতি বিরোধী সচেতনা আনার লক্ষ্যে নামে হাজার হাজার টাকা ব্যয়ে যারা কন্সার্টের আয়োজন করে তাদের চোখে কি উপমারা পড়ে না? লেখক যে আবেদন করেছে তাতে কি পরিমাণ সহযোগিতা আসবে তা বলা অনিশ্চিত। আশা করি যথেষ্ট পরিমাণ কালেকশন হোক। কিন্তু আমাদের দেশের কোটিপতিরা একটু এগিয়ে আসলেই হলো।
গ্রামীণ ফোন হয়তো এক বা দু মিনিটের আয় দিয়েই উপমার চিকিৎসা করাতে পারে। সাথে সাথে ব্লগার কর্তৃপকে উপমার পোস্টটি স্টিকি করার অনুরোধ জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।