আমাদের কথা খুঁজে নিন

   

উপমা



মাসব্যাপী সিয়াম সাধনার পর গত ১৪ অক্টোবর সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে ১১ অক্টোবর থেকে দেশে অবস্থিত সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। ঈদুল ফিতর এবং শারদীয় দুর্গাপূজা কাছাকাছি সময়ে উদযাপিত হওয়ায় প্রায় ১০ দিন ছুটির সম্ভাবনা দেখা দেয়। এ কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষত রাস্তা-ঘাটে জনস্রোত পরিলক্ষিত হয়। এ জনস্রোতে ছিল ঘরমুখো মানুষের ভিড়।

কোনোমতে ঈদের শপিং শেষ করে তারা ব্যস্ত হয়ে উঠেছেন আপন নীড়ে ফিরে যেতে। ১০ এবং ১১ অক্টোবর পত্রিকার অপ্রধান খবর হয়ে উঠেছিল বাস, ট্রেন আর লঞ্চ টার্মিনালে লোকে লোকারণ্য পরিস্থিতির বিষয়টি। দৈনিক আমার দেশ শিরোনাম লিখেছে নাড়ির টানে ছুটছে মানুষ। একই শিরোনামে রিপোর্ট করেছে ইনকিলাব। তারাও লিখেছে নাড়ির টানে ছুটছে মানুষ।

এ কথাটি খানিক এদিক-ওদিক করে লিখেছে ইত্তেফাক। তাদের শিরোনাম ছিল ছুটছে মানুষ নাড়ির টানে। রিপোর্টের শিরোনামগুলো দেখলে মনে হয় ঈদে ঘরমুখো মানুষের রিপোর্টের শিরোনামে উপরের শব্দগুলো ছাড়া ভিন্ন কোনো শব্দ বা উপমা দেয়া যায় না। যেহেতু একই ব্যক্তি তিনটি পত্রিকায় এক সঙ্গে কাজ করতে পারেন না। পরদিন ১২ অক্টোবর জনকণ্ঠ এ বিষয়ে তাদের রিপোর্টের শিরোনামে লিখেছে নাড়ির টানে ছুটছে লাখো মানুষ।

লেখাটি যায়যায়দিন পত্রিকার, পলিটিক্স অ্যান্ড সোসাইটি ম্যাগাজিনে আমার নিয়মিত কলাম প্রেস নোটস থেকে খানিকটা নেয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।