আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসিত উপমা

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে। আমার কলমে কবিতারা আর জন্মায় না রাজপখের ধূলোর প্রাসাদে হারিয়ে গেছে অনন্ত সম্ভাবনা। কবিতার জন্ম এক অজানা রহস্য আজ হৃদয় জুড়ে উপমায় ভুল দীর্ঘশ্বাসের ভাঁজ। কতদিন ছুঁই নি তোমার আঙ্গুল, কতকাল শুধরোই নি কবিতার ভুল। আবেগের মহাপ্রলয়ে ভুলের আজ দ্বণ্দ্ব আমি আছি, তুমি নেই ক্ষমা করো ছন্দ।

আমায় ক্ষমা করো প‌ৃখিবী। এই আমি পরাজিত কবি। ছন্দ, উপমা, কবিতা...... তোরা আমার নয়, আমি তোদের জন্মান্ধ ভুল। আমার কলমে কবিতারা আর জন্মায় না। আমার কলমে কবিতারা আর জন্মায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।