কালের স্রোত
তোমার কথাই ভাবি
যখন তুমি থাকো না সাথে....
তোমার চোখের কাজল
আমায় কাছে ডাকে,
তোমারই মুখ চোখে
যেন দিবানীশি থাকে।
যেন এমন দিন আসে
তোমায়, আমি শুধু দেখে যাই....
তোমার সাথেই আমার
বহু যুগের ভালোবাসা,
ভাঙ্গা গড়ার খেলা
স্বপ্ন-আশা-নিরাশার।
তারই মাঝে মোরা
যেন থাকি দুজনার....
তোমার চুলে পাশে
জড়িয়ে আমার দৃষ্টি,
ওরা যেন কালো মেঘ
এখনই ঝড়বে অঝোর বৃষ্টি।
চুপচাপ, একা একা
আমি শুধু ভিজে যাই....
তোমার ছোয়ার আশে
আমি ঘুরে ঘুরে আসি,
শুধু বলতে তোমারে মন চায়
আমি তোমায় ভালোবাসি।
পারি না বলতে
ঘুরে ঘুরে যাই ফিরে....
দীপন নন্দী
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০০৯, ৬ অগ্রহায়ণ ১৪১৬, ২ জিলহজ ১৪৩০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।