'জঙ্গী' শব্দ প্রিয় অতি
হচ্ছে যে এই যুগে,
নেতা নত্রী , শাসক সবে
মরছে জ্বরে ভুগে।
সৃষ্টি যারা করলো তাদের
তারাই এখন ক্ষেপে,
স্বার্থে আঘাত লাগলে বলে
ধরো ওদের চেপে।
ভাবটা দেখে হচ্ছে মনে
জঙ্গী সকল লোকে,
প্ল্যান প্রোগ্রাম, কর্মে কাজে
ওরাই শুধু ঢোকে।
বিরোধীদের করতে কাবু
'জঙ্গী অস্ত্র' ধরে,
দেশে দেশে সরকারী দল
এই কাজটাই করে।
পৃষ্ঠপোষক নাই যদি হও
জঙ্গী রইবে নাকো,
সচেতনে, সৎ ইচ্ছায়
সবাই যদি থাকো।
আর কতকাল তৈরী করা
নতুন নতুন ধাঁধা-
স্বার্থ যুদ্ধ বন্ধ কর
জীবন জাগাও দাদা।
আতঙ্ক নয় - আশা যদি
জাগাও সবার বুকে,
জঙ্গী ভাবনা পালিয়ে যাবে
রইবে সবাই সুখে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।