ঢাকায় ৠাব জানিয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গী সংগঠন জইশ-ই-মুহাম্মদের পাঁচ সদস্যকে তারা দেশের বিভিন্ন অংশ থেকে গ্রেপ্তার করেছে৻
গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে একজন পাকিস্তানী নাগরিক বলে ৠাব সূত্র নিশ্চিত করেছে৻
বিকল্প এভি ফরম্যাট চালান
ৠাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল জিয়াউল আহসান বিবিসি বাংলাকে বলেছেন আটক পাকিস্তানী নাগরিক, দলের একজন সম্বন্বয়ক, এবং ইংরেজী ও ঊর্দু ভাষায় পারদর্শী৻ বাংলা ভাষাতেও ঐ ব্যক্তি কিছু কিছু কথা বলতে পারেন৻ এ সম্পর্কে তিনি বিবিসিকে বলেন:
ধৃত পাকিস্তানী নাগরিক আধুনিক আগ্নেয়াস্ত্র চালনায় দক্ষ এবং বিস্কোরক তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত
লে. কর্নেল জিয়াউল আহসান
মিঃ আহসান আরো বলেছেন ঐ পাকিস্তানী নাগরিক নানা ধরনের আধুনিক আগ্নেয়াস্ত্র চালনায় দক্ষ এবং বিস্কোরক তৈরিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত৻ এছাড়াও ঐ ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা ঘটানোর ব্যাপারে তাঁর ভাষায় একজন পারদর্শী যোদ্ধা৻
ৠাব কর্মকর্তা আরো বলেছেন ধৃত ব্যক্তির নাম রিজওয়ান আহমেদ৻ তিনি মহম্মদ মহিউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির আশ্রয়ে ছিলেন, যিনি আগে জামায়েত-ই ইসলামীর সদস্য ছিলেনে এবং পরে বিএনপিতে যোগ দেন বলে ঐ কর্মকর্তা জানান৻
মহম্মদ মহিউদ্দিনের দুই ছেলে এবং এক আত্মীয়কে তাদের বাসা থেকে এবং পরে তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে বিল্লাল নামে আর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান৻
বিল্লাল নামের ঐ ব্যক্তি ভারতের গৌহাটিতে দশ বছর জেল খেটেছে বলে মন্তব্য করে মিঃ আহসান বলেন বর্তমানে বিল্লাল আরো চারটি মামলার আসামী৻
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।