রোজা আউসলান্দার সেই সব বিরল কবিদের একজন যারা জীবন আর শব্দকে মানে কবিতাকে একাকার করে ফেলতে পেরেছে। তাই তার বইয়ের নাম হয় শব্দশ্বাস বা শ্বাসশব্দ। জন্মেছিলেন বুকোহ্বিনার চেরোনোভিৎস শহরে। প্রথম বিশ্বযুদ্ধকালে তার পরিবারকে পালাতে হয় বুদাপেস্তে। পারিবারিকভাবে জর্মন, য়ুক্রাইনীয়,রোমানিয় ও পোলিশভাষা জানতেন।
যুদ্ধশেষে ফিরে আসেন চেরোনোভিৎসে। ততদিনে বুকোহ্বিনা রুশদের দখলে। দর্শনে ভর্তি হন চেরোনোভিৎস বিশ্ববিদ্যালয়ে। নিবিঢ়ভাবে পরিচিত হন দার্শনিকদের রচনাবলীর সাথে। হোল্ডারলিন, রিলকে, ট্রাকল, কাফকার সাহিত্য ও প্লাতন, এরিস্তেলেস, স্পিনোজা, ফ্রয়েড ও ব্রুনার দর্শনের ওপর লিখতে থাকেন নানা নিবন্ধ।
যা পরে যুদ্ধকালে হারিয়ে যায়। বাবার মৃত্যু হলে সহায়সম্পত্তি হারিয়ে গভীর আর্থিক দুর্দশায় নিমজ্জিত হন। অন্য ইহুদিদের মতোই তিনিও আমেরিকা চলে যান। সাত বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ। ফের ফিরে আসেন চেরোনোভিৎসে।
আমেরিকা থাকা কালে কখনও পত্রিকায়, কখনও ব্যংকে, ব্যবসায়িক সংস্থায় আর ইংরেজী শিখতেন। আর চলতে থাকে কবিতা লেখা। ১৯৩৯ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ডের রেগেনবোগেন বা ইন্দ্রধনু। কিন্তু অবিলম্বে সমস্ত কপি বিনষ্ট করা হল। জর্মানে রোজেকে ঘৃণা ও নিগ্রহের সম্মুখীন হতে হল।
পুনরায় আমেরিকা চলে যান রোজে কিন্তু আবার মায়ের অসুস্থতার কারণে তাকে ফিরে আসতে হয়। এরপর তার জীবনে একের পর এক ঘঠতে থাকে ভয়াবহ দুর্ঘঠনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ধৃত হয় এবং প্রেরিত হয় ঘেঠোয়। মায়ের মৃত্যু আবার রোজের আমেরিকা পলায়ন। তিনি বলতেন তিনি সবখানে থাকতেন কোথাও বাস করতেন না।
পরে লেখা শুরু করলেন ইংরেজিতে। জর্মান অনেকটা ঘৃণা করেই। হত্যাকারীদের ভাষা মাতৃভাষা হলেও সেটা হত্যাকারীর ভাষা বলতেন তিনি। এরপর একের পর এক প্রকশিত হতে থাকে তার কবিতা সংকলন। অন্ধগ্রীষ্ম, শ্বাসশব্দ, আমার ভেনিস ডোবেনা।
চলুন মুল জার্মান থেকে একলা দোসরের তর্জমায় তার একটা কবিতা পড়া যাক।
শ্বাসশব্দ
আমার গভীর স্বপ্নরাশির ভেতর
কাঁদে পৃথিবী, রক্ত
নক্ষত্রেরা মৃদু হাসে আমার চোখে
যখন মানুষ আসে
বহুরঙা প্রশ্নমালা নিয়ে
আমি উত্তর করি
তোমরা বরং যাও সক্রাতেসের কাছে
অতীত
আমাকে রুদ্ধ করেছে
আমি পেয়েছি
উত্তরাধিকার ভবিষ্যতের
আমার শ্বাসের নাম এখন শব্দ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।