www.shamimnasir.com
পোস্টের সূত্র: Islamic Rituals
রোজা শব্দটি ফারসি শব্দ। এর আরবি শব্দটি হলো সাওম। সাওমের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, আত্ন সংযম এবং কঠোর সাধনা। ইসলামি শরিয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও রোজামন্দির জন্য নিয়তের সাথে সুবহে সাদেক হতে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়। আল্লাহ রোজাকে মানুষের ধৈর্যের শিক্ষাদান এবং আত্নার রিপু দমন করার জন্য রোজা ফরয করেছেন।
এ রোজা প্রত্যেক বয়স্ক নর নারীর উপর ফরয।
রোজা ফরয এ কথা কেউ অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। আল্লাত তাআলা বলেছেন- " হে ঈমানদার বান্দাগন! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী বান্দাদের উপর ফরয করা হয়েছিল। তা এজন্য করা হয়েছে যে যাতে তোমরা খোদাভীরুতা ও সাধুতা অবলম্বন করো। "
আল্লাহ পাক অন্য আরেক আয়াতে বলেছেন-" রমজান মাস এমন এক মাস যার ভিতর কুরআন মাজীদ অবতীর্ন হয়েছে ।
যা মানুষের পথ প্রদর্শক ও সত্য মিথ্যার প্রভেদ করার স্পস্ট নিদর্শন। তোমাদের ভিতরে কেউ যদি রমজান মাস প্রাপ্ত হয় তাহলে সে যেন রোজা রাখে। "
রোজার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা হাদীসে বলেছেন -" রোজা শুধু একমাত্র আমার সন্তুস্টির জন্য এবং আমিই একমাত্র এর প্রতিদান দিব। "
অন্য আরেক হাদীসে বর্ণিত আছে - "রোজা হচ্ছে ধৈর্যের অর্ধাংশ এবং ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধাংশ স্বরুপ।
তিনি আরো বলেছেন - "রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর নিকট মৃগ নাভির সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়।
"
অতএব রোজা রাখুন এবং যারা রোজা রাখছেন না তাদেরকে উৎসাহিত করুন।
ইসলাম সম্পর্কে আরো জানতে চাইলে নিচের এখান থেকে ঘুড়ে আসতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।