আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র মাহে রমজান, রোজা এবং তার মহিমা।

www.shamimnasir.com

পোস্টের সূত্র: Islamic Rituals রোজা শব্দটি ফারসি শব্দ। এর আরবি শব্দটি হলো সাওম। সাওমের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, আত্ন সংযম এবং কঠোর সাধনা। ইসলামি শরিয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও রোজামন্দির জন্য নিয়তের সাথে সুবহে সাদেক হতে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়। আল্লাহ রোজাকে মানুষের ধৈর্যের শিক্ষাদান এবং আত্নার রিপু দমন করার জন্য রোজা ফরয করেছেন।

এ রোজা প্রত্যেক বয়স্ক নর নারীর উপর ফরয। রোজা ফরয এ কথা কেউ অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। আল্লাত তাআলা বলেছেন- " হে ঈমানদার বান্দাগন! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে যেমন তোমাদের প‌ূর্ববর্তী বান্দাদের উপর ফরয করা হয়েছিল। তা এজন্য করা হয়েছে যে যাতে তোমরা খোদাভীরুতা ও সাধুতা অবলম্বন করো। " আল্লাহ পাক অন্য আরেক আয়াতে বলেছেন-" রমজান মাস এমন এক মাস যার ভিতর কুরআন মাজীদ অবতীর্ন হয়েছে ।

যা মানুষের পথ প্রদর্শক ও সত্য মিথ্যার প্রভেদ করার স্পস্ট নিদর্শন। তোমাদের ভিতরে কেউ যদি রমজান মাস প্রাপ্ত হয় তাহলে সে যেন রোজা রাখে। " রোজার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা হাদীসে বলেছেন -" রোজা শুধু একমাত্র আমার সন্তুস্টির জন্য এবং আমিই একমাত্র এর প্রতিদান দিব। " অন্য আরেক হাদীসে বর্ণিত আছে - "রোজা হচ্ছে ধৈর্যের অর্ধাংশ এবং ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধাংশ স্বরুপ। তিনি আরো বলেছেন - "রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর নিকট মৃগ নাভির সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়।

" অতএব রোজা রাখুন এবং যারা রোজা রাখছেন না তাদেরকে উৎসাহিত করুন। ইসলাম সম্পর্কে আরো জানতে চাইলে নিচের এখান থেকে ঘুড়ে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.