আমাদের কথা খুঁজে নিন

   

শরীরের প্রতিটি অঙ্গর জন্য রোজা !!

চলার পথ অনেক, সত্য পথ একটাই

শরীরের প্রতিটি কোষকে রোযা রাখতে হবে, প্রতিটি অঙ্গকে রোযা রাখতে হবে। পেট ক্ষুধায় কাতর হবে, খাবেন, জিহ্বা ও গলা ত্বষ্ণায় কাতর হবে দিনের বেলায় রোযাদার পানি পান করবেনা, একই ভাবে জিহ্বা খারাপ কথা বলতে চাইবে, গীবত করতে চাইবে, গালি দিতে চাইবে কিন্তু রোযাদার জিহ্বা যেমন পানাহার থেকে থেকে বিরত থাকবে তেমনি খারাপ কথা থেকেও বিরত থাকব. রোযাদারের চোখ খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকবে, রোযাদারের মন খারাপ চিন্তা থেকে রোযা করবে। কারণ, রসূল (স) বলেছেন, লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, ইন্নামাস সিয়ামু মিনাল লাগভি ওয়ার রাফাস, ফাইন সাববাকা আহাদুন আও জাহালা আলাইক ফাক্বুল ইন্নি সাইমুন। রোযা মানে শুধু খাওয়া ও পান থেকে বিরত থাকা নয়, রোযা হলো মূলত: মন্দ ও গুনাহর কথা থেকে বিরত থাকা, অতএব কেউ যদি তোমাকে গালি দেয় কিংবা মন্দ কথা বলে রাগান্বিত করার চেষ্টা করে উত্তেজিত হয়ে তাকে মন্দ না বলে তাকে বলা উচিত, আমি রোযাদার। আহা, আমাদের শরীরের সব কোষকে নিয়ে যদি আমরা রোযা রাখতে পারতাম!! ধন্যবাদ: ইলোরা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।