বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আর দুইএকদিন বাদেই রমজান মাস শুরু, খাওয়া-দাওয়া বন্ধ হৈয়া যাইপো, অন্ততঃ দিনের বেলায়, এই দুষ্কে পরানডা ফাডি যাইতাসে । কতকিসু খাইতে ইচ্ছা করে, মাগার আগামী একমাস সব বন্ধ, এই দুষ্ক কুতায় রাকি ।
আপনাগোর মইধ্যে যারা আমার মত এই দুষ্কে দুষ্কিত বোধ কইরতাসেন, তারা এই পুষ্টে আমারে সমবেদনা জানাইতে পারেন, লগে লগে নিজেরাও সমবেদনা পাইতে পারেন।
বিঃদ্রঃ ইহা এক্টি ফান পুষ্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।