যাক না চলে যাক পুরাতন
আসবে নতুন- আহা !
এই নীতিতে কর্তা চলেন,
যাচ্ছে বোঝা- বাহা...!
কি দরকার ঐ বন্ধ দুয়ার
পুরানো জঞ্জালে-
পুরানো ইট পাথর দিয়ে
নতুন দিন কি চলে?
তাইতো ওসব নেই প্রয়োজন
রও তাকিয়ে সোজা,
কি দরকারে ভাঙা গড়া ,
ইতিহাসটা খোঁজা ..?
প্ল্যান কিছুটা হতে পারে,
টাকার হিসাব ভেবে,
আসবে কত এই পকেটে
সেইটা দেখে তবে........।
হায়রে জাতি - বীর বাঙালী,
ইতিহাসের ফাঁদে
বারে বারে খেয়ে ধরা
কেমন দ্যাখো কাঁদে ।
পূর্বপুরুষ দিলো কত
সেইটা ভুলে থাকা
করছে মোদের জীবনটাকে
বিষমরকম ফাঁকা।
এবার হলো সময় দেবার,
চলুন সবে সাজাই আবার-
কীর্তিগাঁথা - হাজার বছর,
ঐতিহ্যে গাওয়া।
তাদের থেকে শিক্ষা নিয়ে
হোকনা সামনে যাওয়া।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।