আমাদের কথা খুঁজে নিন

   

ধ্বংস নিনাদ

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো ।

আমি অস্থির, ভাবনা আমার তীব্র আবেগে ছিন্ন শেকল চৌচির, আমি গহীন অরণ্যে শ্বাপদের শ্বাস, অস্ত্রবিহীন মহাবীর। আমি একহাতে ছুঁয়ে ভোরের কুয়াশা এক হাতে ছুঁই রক্ত, আমি কালভৈরবী বাজনা বাজিয়ে উল্লাসে উন্মুক্ত। আমি ভুবন বিনাশী নরপিশাচের চির বিনম্র ভক্ত।

। আমি রাতের আকাশে তারাদের গুনি আর্তনাদের ছন্দে, আমি মাতাল লাশের গন্ধে, আমি জীবনকে ফেলে পায়ের তলায় মৃত্যুকে লই স্কন্ধে। আমি আজীবন, আমি আমরণ, আমি শঙ্খচূড়ের জাগরণ। আমি বিষের ছোঁয়ায় জ্বালিয়ে বেড়াই একাল-সেকাল-ত্রিভুবন। ।

। (৮ই সেপ্টেম্বর, ২০১৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।