শূন্য
অন্ধ আমি, অন্ধ তুমি, অন্ধ জাতিষ্মর
দেখতে পেলে লজ্জা পাবেন
তাই অন্ধ আজ ঈশ্বর
ভালবাসের বেশী বলে, ইহলোকে কষ্টে রাখে
ধ্বংশ করে ভালবাসা, অন্ন, আবাস, শোক
কাজ নেই আর স্বর্গ নিয়ে
ঈশ্বর ধ্বংস হোক।
পরকালের শান্তনায় এই কালে সব হারাবো
নষ্ট যারা, জয়ী তারা
শুদ্ধ থেকে ক্ষয় হবো
সব আধিকার পাবে শুধু মন্দ নষ্ট লোক
স্বর্গ আমি চাই না, ঈশ্বর ধ্বংস হোক
কালে কালে বেলা গেল
সুখ, শান্তি সব হারালো
সবুজ গেল লালে ঢেকে
মৌলবাদ আর জঙ্গীবাদে
মন্দের কপাল সপ্তাকাশে, শুভ’র ভেজা চোঁখ
স্বর্গ যাক জাহান্নামে
ঈশ্বর ধ্বংশ হোক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।