আমাদের কথা খুঁজে নিন

   

মুখোশ ধ্বংস !

আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .

আজ মুখোশধারীর মুখোশ খোলায় উত্তাল ঝড় মত্ত, এবার দিবো কঠিন শিক্ষা - মুখোশধারী স্তব্ধ ! নোংরা-অলীক এক মুখোশে সব্বার মুখ ঢাকা, উৎকট সেই মুখোশমাঝে বিকট হাসি আঁকা। হঠাৎ কেমন জমে ওঠে মুখোশগুলোর সভা মুখোশটাতে জ্বলে ওঠে নোংরা-কালোর আভা। বিশাল চোখ চকচক হয় অশ্লীলতার নেশায় বিকৃতমুখ সরব হয়ে খিস্তি-তুবড়ি ছোটায়। অস্থির এই সময়টাতে শান্ত ঝড়ের ঘুমটা ভাঙে অশ্লীলতার সভার মাঝে মুখোশগুলোর শঙ্কা জাগে। তখন- ঝড়টা হঠাৎ কেমন শক্তি খুঁজে পায়।

ওর মাঝে শক্ত প্রতিজ্ঞা জন্মায়। মুখোশগুলোর মাঝে বিকৃতি থরথরায়। বিবেক জেগে উঠে একটু কেঁপে যায়। এখন- ঝড়টা হয়ে ওঠে উত্তাল আর বন্য মুখোশগুলো উড়িয়ে নেয় ঝড়ের বাতাস সৈন্য। ঝড়-তান্ডব গুড়িয়ে দেয় সব মুখোশের মুখ সেই মুখোশের সমাধিতে ঝড়ের মেলে সুখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।