ছুটতে ছুটতে হয়তো অনেকখানি পেছনে ফেলে এসেছি মুহুর্তগুলোকে; তারপরও সময়ের সাথে থাকার দীপ্ত শপথ মোর, জানিনা এই সময় কি মেনে নেবে সেই আমাকে...
আবার দু’জনে একাকী নিভৃতে
কথা হল;
আবার দু’জনে সঙ্গোপনে
বেড়িয়ে এলাম দু’জনায়
যেখানে সবার প্রবেশ নিষেধ
শুধু যুগলদেরই অধিকার।
আমার আমিকে ভুলে ছিলাম
এতকাল; এই পরবাসে -
তোমার ছোঁয়াতে আমাকে যেন
ফিরে এলাম;
ফিরে এলাম আমারই রাজ্য -
যে রাজ্য এতকাল ডুবে ছিল
আঁধারে;
পূর্ণিমার আলো যেথায়
ভিড় জমাতে পারত না।
আর আজ! আপন রাজ্যে
রাজা সেজে যেন
ঘুরে এলাম,
ফের দেখা পেলাম
আমার সেই তোমাকে।
এতদিনের জমাট বাঁধা কষ্টগুলোকে
নিমিষেই মুছে দিলাম,
তোমার স্পর্ষের জোরে।
এভাবেই কাটাতে চাই বাকী
জীবনটুকু,
আমার-তোমার আঙিনায়
আবারও ফুটুক ফুল ...
আর সে ফুলে সুবাসিত হোক
আমাদের পরিজনেরা।
এসো; চলো সাজাই আবার
আমাদের এই ধরাটাকে
হয়তবা একটু অন্য ধাছে –
কষ্ট-জড়ানো কন্ঠে; তিক্ততার সুরে
সয়ে যেতে হবে কিছুক্ষণ,
তারপরও জয় হয় ভালবাসার ...
তাই-তো ভালবাসি তোমায়
অকপটে বলে ওঠি
তুমি যে আমার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।