"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়। " আল ইমরান,আয়াত ১৮৫
কিছুক্ষণ আগে সামহয়্যারইন ব্লগে দেখলাম, জনৈক শুদ্র ভাই লিখেছেন, কোরআন নাকি সম্পুর্ণ আল্লাহর কথা নয়, এর অন্তত অর্ধেক নাকি মানুষের কথা।
এ নিয়ে তিনি বিস্তারিত প্রতিবেদন অনতিবিলম্বে দাখিল করবেন বলে ঘোষনা দিয়েছেন। আরে এর মধ্যেই এ নিয়ে পাবলিকের কমেন্ট ও আসা শুরু হয়েছে। বলাবাহুল্য এ নিয়ে অনেক বিতর্ক হবে, অনেকেই অনেক কথা বলবেন।
সামহয়্যারইন ব্লগের নিয়মনীতির কল্যাণে আমার কমেন্ট করার ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু লিখতে পারছি না। তবে শূদ্র ভাইয়ের প্রতি আমার একটাই অনুরোধ (দয়া করে কেউ ওনাকে এই কথাটা পৌছে দিয়েন), আপনার মূল্যবান মতামত এখানে প্রকাশ করার আগে দয়া করে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ডঃ জাকির নায়েকের লেকচার শুনে নিন।
এর জন্য আপনি Peace TV দেখতে পারেন। বাংলাদেশের Islamic TV তেও ওনার কিছু লেকচার প্রচার করা হয়। অথবা ঢাকার কাটাবন থেকে আপনি ওনার বাংলায় ডাবিংকৃত সিডি/ডিভিডি ও কিনে দেখতে পারেন। আপনি যেই Topic নিয়ে ভাবছেন, তা নিয়ে ওনার বিস্তারিত লেকচার আছে যা তিনি পৃথিবীর বহু দেশে অন্যান্য ধর্মাবলম্বিদের বিজ্ঞজনদের সামনে উপস্থাপন করেছেন এবং কেউ তার বিপক্ষে টিকে থাকার মত যুক্তি উপস্থাপন করতে পারেনি।
তাই আগে কিছু জ্ঞান অর্জন করুন, তারপর বিতর্কের অবতারনা করুন।
আশা করি এটা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।