আমাদের কথা খুঁজে নিন

   

মাঝপথে নেট কানেকশন ডিসকানেক্ট হয়? সমাধান জানুন



বাইরে বেরুচ্ছেন। ফিরে আসতে দেরী হবে। ভাবলেন এই সুযোগে একটা মুভি ডাওনলোড করতে দিয়ে যাই পিসিতে। ডাইরেক্ট ডাওনলোডের জন্য স্টেজভ্যূ তো আছেই। বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন ডাওনলোড।

ফিরে এলেন রাতে। ভাবলেন এতক্ষণে হয়ত ডাওনলোড শেষ অথবা সামান্য কিছু বাকী আছে। পিসি চালু করে দেখলেন ৫০ মেগাবাইট ডাওনলোডের পরে ডায়াল আপ কানেকশান ডিসকানেক্ট হয়ে গিয়েছে। যেহেতু পুনরায় কানেক্ট হতে পারেনি সেহেতু ডাওনলোডও বন্ধ হয়ে গিয়েছে। ফলে পুরো সময়টাই মাটি... আপনি গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহক হলে এ সমস্যা একটা অতি সাধারণ সমস্যা।

বিশেষ করে যারা গ্রামীণের মডেম ব্যবহার করেন তাদের জন্য মডেম ডিসকানেক্ট হয়ে যাওয়া ভাত খাওয়া ঘুমানোর মতই একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই সমস্যা থেকে মুক্তি পেতে ছোট্ট একটা (মাত্র ২২০ কিলোবাইট) ফ্রি সফটওয়্যার ব্যবহার করলেই হবে। রিকানেক্ট নামক এই সফটওয়্যারের গুণ হচ্ছে যেকোন সময় ডিসকানেক্ট হওয়া নেট লাইন পুনরায় কানেক্ট করতে সক্ষম। ডাওনলোড হওয়ার সময় যদি লাইন ডিসকানেক্ট / মডেম ডিসকানেক্ট হয়ে যায় রিকানেক্ট সফটওয়্যার আপনার নেট লাইন রিকানেক্ট করে ঐ ডাওনলোডটিকে সচল রাখবে। ফলে রাতে বাসায় ফিরে এসে ৫০ মেগাবাইট ডাওনলোড হওয়ার বদলে ডাওনলোড কম্প্লিটেড লেখা দেখবেন আশা করি।

রিকানেক্ট ১.৫ ডাওনলোড লিঙ্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.