আমরা তো এদেশের মানুষের রক্ত চাই নি রাজাকারের ফাসির দাবী করেছি দেশে কোন দাঙ্গা চাই নি? কারা বিচারপতি আজ কে আমাদের মৃত্যু দাতা যমদূত যারা কক্সবাজারে জীবন দিলো তাদের মৃত্যু কে দিলো রাজীব কেন জবাই হলো যুদ্ধাপরাধীর সঙ্গে কেন ছাগু জবাইয়ের শ্লোগান হলো আমরা কি সবাই জল্লাদ নাকি কসাই? আমরা কি শুধু মানুষের রক্ত খাই? হানাহানি গুম হত্যা চাই এক দলীয় শাসন চাই? নির্দলীয় সরকার মুছে দিতে চাই? ভাদাকারদের সিংহাসন অক্ষয় চাই? কুত্তালীগের কেউ তো মরে নাই মরেছে যারা তারা কি যুদ্ধাপরাধী আপনাদের দাবী আমি বুঝি নাই আমার দাবী একটাই যুদ্ধাপরাধীর ফাঁসি চাই এখন রাজীব হত্যারও বিচার চাই। কোন গৃহযুদ্ধ হানাহানি রক্তপাত নয় আর একটি প্রাণও নয় শুধু রাজাকারদের ফাঁসি চাই আমার ভাই মরলো কেন সেই মরণের বিচার চাই? রাজীব হত্যার বিচার চাই? ন্যায্য বিচার চাপিয়ে দেয়া মৃত্যু নয় সঠিক পন্থায় বিচার চাই? যদি আমি হতাম অপরাধীর কাঠগড়ায় তখন যেমন বিচার চাইতাম তেমন ধারায়ই বিচার চাই? আমার দাবী তাই যুদ্ধাপরাধীর ফাসি চাই যমদূতেরা জল্লাদের দল বাঙালী জাতীর রক্ত নয় নিরাপত্তা আর শান্তি চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।