আমাদের কথা খুঁজে নিন

   

‘জেগে থাকা রাত্রী’ রাজীবের একক এ্যালবাম

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তরুণ কণ্ঠশিল্পী রাজীবের একক মিউজিক এ্যালবাম ‘জেগে থাকা রাত্রী’ প্রকাশিত হয়েছে। দেশের স্বনামধন্য গীতিকবি মিল্টন খন্দকারের কথা ও সুরে পরিবেশিত রাজীবের প্রথম এ্যালবাম এটি। গত ২৪ নভেম্বর স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে আশুলিয়ার তাজরীন ফ্যাশনে নিহত সকল শ্রমিক ও কর্মচারীদের স্মরণে এ্যলবামটি উৎসর্গিত করা হয়েছে। বিজয়ী থিয়েটারের সার্বিক সহযোগিতায়, জলমাটি নিবেদিত, শিশিরবিন্দু কর্তৃক প্রযোজনা ও পরিবেশনায় ‘জেগে থাকা রাত্রী’ ক্যাসেটে মোট ৮টি গানে কণ্ঠ দিয়েছেন রাজীব।

গানগুলোর কথা লিখেছেন মিল্টন খন্দকার, ইকরাম মাহমুদ চৌধুরী, দীপু সিন্হা, মমতাজ জালাল, মশিউর রহমান ও নীলকান্ত দত্ত। রাজীবের গানগুলো ইতোমধ্যেই শহর ও গ্রামের অনেক স্থানে শোনা যাচ্ছে। মহান বিজয় দিবস-২০১২ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর শ্রীমঙ্গল পৌরসভা শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ক্যাসেটটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় দর্শকদেরে উদ্দেশ্যে ‘জেগে থাকা রাত্রী’ গানটি পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠানের মহেন্দ্রক্ষণে সংক্ষিপ্ত আলোচনা করেন শ্রীমঙ্গল পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু, সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি নীহারেন্দু কর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মামুন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহ আরিফ আলী নাসিম, গোবিন্দ রায় সুমন, প্রণবেশ চৌধুরী অন্তু প্রমুখ।

উলে¬খ্য, রাজীব বাংলাদেশ বেতার সিলেটে ‘এ’ গ্রেডের নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে দীর্ঘ ১০ বৎসর যাবৎ গান করছে। এছাড়াও একুশে টেলিভিশন ও ন্যাশনাল টেলিভিশন লিমিটেড আরটিভিসহ বিভিন্ন চ্যানেলে তার বিভিন্ন সংগীত প্রচারিত হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.