ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।
আঘাত কর সইবে কেন
তিক্ত জীবন সইবে কেন?
অত্যাচারে ধার না ধারো
হোকনা স্বামী, ননদ আরো।
হোক শ্বাশুরী শ্বশুর বাপ
পাপের কভু নয়তো মাফ।
অবোধ নারী! ছাড়বে তুমি
আর কতকাল হারবে তুমি?
জিততে হবে আর না হার
সময়টা যে আজ আগাবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।