আমাদের কথা খুঁজে নিন

   

নারীবাদী- ০৪

ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।

অলসতায় সময় যায় ক্ষতি শেষে করবে হায়, জাগো জাগো সময় থাকে দাওতো সাড়া স্বাধীন ডাকে। ঘোরে পড়ে আর থেকো না ন্যায়ের পথে পিছ দেখো না। আগাও শুধু আগে বাড়ো সইবে শুধু এ ধ্যান ছাড়ো। অধিকার সেকি হায় ঘরের কোনে আপনে যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।