বাঙলা কবিতা
দুঃখের সমান
========
যা কিছ জ্বেলেছি আলো
তাকে তুমি অনিচ্ছায়, ভালো
বলে___ হেসে,
উচ্ছ্বাস-অসংযত
জিওল মাছের মতো
বিভিন্ন নদীতে গ্যাছো ভেসে ;
আমি সেই গমণের দিকে
অবাক চোখের দৃষ্টি ফিকে
হয়ে আসা-তক বিমূঢ় তাকিয়ে থেকে
বহুপথে বহু ধূলি মেখে
আবার ফিরেছি মৃতঘরে,
অকালের প্রশান্ত অন্দরে ;
আমার সে আলো মিটমিট___
তাকে ঘিরে পতঙ্গ ও কীট
সারারাত খেলা ক'রে ক'রে
সকালের রোদে থাকে মরে ;
তবু সন্ধ্যাখানি___
প্রতিদিন, জানি,
তোমার আশায় জ্বলে ওঠে
যদিও ভ্রক্ষেপ কিছু মোটে
না করেই ফেলে যাবে পথে
জেনেও এ নিদানে-সংকটে
বসে আছি একা
প্রচুর, যথেষ্ট হলো দেখা___
দিগন্তের ঐ পারে অনেক দিগন্ত জ্বলে আছে,
তুমি তা জেনেছো ব'লে গাঢ়-নীল গাছে
মেলেছো রহস্যময় ডানা,
তবু এই জানা___ শেষ নয়;
আমার সামান্য আলো জ্বলে
উপলাহত নদীজলে
মেঘে মেঘে বর্ণিল শোভাযাত্রা হয়,
না-দিগন্ত করে তারা আদিগন্তময় ;
তোমার হয়নি তবু জানা
আমার এ মৃত-ঘরখানা
শ্রমণের আনন্দ সঞ্চয়___
আর তার কণাগুলি জ্বলে
অদৃশ্য মাঠের পাশে, বায়ুর কল্লোলে ;
তুমি কি আসবে ফিরে
সেই স্মিত আলো ঘিরে
ক্ষণিক বসার মুগ্ধ তৃষ্ণা-কাতরতা
তোমাকে দেবে কি এই শত্রু-সময়
যেন বা মানবজন্ম নয়___
নক্ষত্রের কক্ষপথে আকস্মিক ক্ষত
এ জীবন ; স্টেশনে বিশ্রামরত
ট্রেন-যাত্রীর মতো
তাকে তবু বলেছো সভ্যতা!
যদি আর না-ই হয় দেখা
নিজের আলোতে নিজে একা
জ্বলন্ত মোমের মতো ক্ষয়-
প্রাপ্ত হ'তে হ'তে অনশ্বর
বস্তুর পিপাসা
ঠাণ্ডা আর মৃত সেই ঘর
রেখে যাবো ; নক্ষত্রের এই কক্ষপথে
তোমার যে-টুকু ভালোবাসা
পেয়ে গেছি অনিচ্ছাসম্মতে
তাকেই যথেষ্ট করে, শেষে,
মাধ্যমে কী শূন্য-মাধ্যমের কোনও রথে
চেপে, চলে যেতে হবে হেসে
আলোর চতুর্থ সমাবেশে ;
একদিন তবু এই ঘর
তৈলাক্ত রাত্রির ভিতর
জ্বালবে অবাক-করা আলো
নৈঃশব্দ্যের প্রাণে যতো গান
স্বরে-সুরে প্রচুর প্রমাণ
হাতে রেখে যে-গল্প আগালো
তুমি সেই গানের অন্তর
স্পর্শ করে ভেসে যেও অন্য নদীকূলে___
আর বাসি ফুলে
মালা গেঁথে এ মৃত-নগর
সাজিয়ে, বাজিয়ে তুলো ধ্বনি
তৃতীয় আলোর সিম্ফনি
ছিলো যার ঘরে
তুমি ছিলে সে-কবির গানের অন্তরে ;
অভাবিতপূর্ব সেই আলো
তোমাদের উপেক্ষাকে ভালো-
বাসা মনে করে, মৌন-ভালোবেসে
গিয়েছে অনেক দূরে ভেসে___
সেই গল্প___ সেই আলো___ গান___
কোনওদিনও না পেয়ে সম্মান
তবু সুখি, তবু মুগ্ধপ্রাণ, অম্লান ...
বকেয়া প্রেমের সুদেমূলে___ একদিন___
তোমাদেরই দুঃখের সমান!
===========================================
(উৎকীর্ণ-পত্র : কচি, নিভা, নাজু, লাকি, মিনু, অদ্বিত্ব, রিঙ্কু ও লাজুক... )
===========
@ রহমান হেনরী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।