\,,/
আয়রন মেইডেন;বিশ্ব জুড়ে এক উন্মাদনার নাম!বহু বিখ্যাত রক গানের স্রষ্টা ইংল্যান্ডের এই ব্যান্ড টি। কারো কারো কাছে নাওয়া খাওয়া থেকে আয়রন মেইডেন বড়!!হাসবেন না,সত্যিই!!
যাই হোক,যারা মেইডেন কে ভালোবাসেন এবং জানেন তাদের কাছে মেইডেন এর গল্প না করাই ভালো!!
আয়রন মেইডেন দের বেশ কিছু সুবিখ্যাত গান পৃথক ভাবে ও ধারাবাহিক ভাবে তুলে ধরার ইচ্ছে থেকেই এ লেখার সুত্রপাত।
দ্যা ট্রুপার!! গানটি আয়রন মেইডেন 'র অন্যতম বিখ্যাত গান। গান টির ইন্ট্রো শুনলেই যেন রক্তে কাপন ধরে যায়। ওরা যে কতটা পারফেক্ট ব্যান্ড তা ওদের এই গানটা শুনলে অনেকটাই মালুম হয়।
তো যা বলছিলাম,দ্যা ট্রুপার গানটা লিখেছেন ব্যান্ডটির বেজিস্ট ‘স্টিভ হ্যারীস’-অনেকে যাকে ভালোবেসে ডাকে ‘father of the bass’ বলে!!লিরিসিস্ট হিসেবে এমনিতেই তার খুব সুখ্যাতি,মেইডেন দের বহু বিখ্যাত গানের লেখক এই হ্যারীস। তো,দ্যা ট্রুপার গানটি মেইডেন দের নবম সিঙ্গেলস এবং এলবাম ‘পিস অব মাইন্ড” এর সম্ভবত দ্বিতীয় ট্রাক। গানটা মুলত বিখ্যাত ক্রিমিয়ার যুদ্ধের উপর লেখা যেখানে অবশ্য আলফ্রেড লর্ড টেনিসন এর কবিতা ‘দ্য চার্জ অব দ্যা লাইট ব্রিগেড’ এর প্রভাব লক্ষ্যনীয়। যুদ্ধকালীন একজন সৈন্যের মৃত্যুর কাহিনী এখানে তুলে ধরা হয়েছে!
লিরিক টা কিছু টা এমনঃ
The trooper
You'll take my life but I'll take yours too
You'll fire your musket but I'll run you through
So when you're waiting for the next attack
You'd better stand there's no turning back.
The Bugle sounds and the charge begins
But on this battlefield no one wins
The smell of acrid smoke and horses breath
As I plunge on into certain death.
The horse he sweats with fear we break to run
The mighty roar of the Russian guns
And as we race towards the human wall
The screams of pain as my comrades fall.
We hurdle bodies that lay on the ground
And the Russians fire another round
We get so near yet so far away
We won't live to fight another day.
We get so close near enough to fight
When a Russian gets me in his sights
He pulls the trigger and I feel the blow
A burst of rounds take my horse below.
And as I lay there gazing at the sky
My body's numb and my throat is dry
And as I lay forgotten and alone
Without a tear I draw my parting groan.
গানটির ভিডিও (লাইভ কনসার্ট ভার্সন) দেখে আসুনঃ
গানটি যারা শুনেন নি শুনে দেখেন,তারপর বলেন কেমন লাগল!!
ডাউনলোড করুন এখান থেকে
গানটার লাইভ ভার্সন টা শুনুনঃ
ডাউনলোড করুন এখান থেকে
মেইডেন দের কাভার করা এবং সেটা ভালোভাবে পার্ফম করা সাহসের বিষয় বটে!!অনেকেই অবশ্য তাদের কাভার করেছে এ পর্যন্ত!! মেইডেন দের কাভার করার জন্য একটা ট্রিবিউট ব্যাণ্ড পর্যন্ত আছে-দ্যা আয়রন মেইডেন্স। ট্রুপার এর তো ২৫ টার উপর কাভার ভার্সন হয়ে গেছে!!কিছু আপনাদের সাথে শেয়ার করলামঃ
আমেরিকান ব্যান্ড ভাইটাল রিমেইন্স দের কাভারটা ভালোই লেগেছে আমার কাছে!!শুনে দেখতে পারেনঃ
এখান থেকে ডাউনলোড করুন
ফিনিশ ব্যান্ড ‘সেন্টেন্সড' ও একটা কাভার করেছে দ্যা ট্রুপার এরঃ
এখান থেকে ডাউনলোড করুন
বিখ্যাত ব্যান্ড ‘চিল্ড্রেন অব বডম” এর কাভার টাও ভালো লেগেছে!সি-ও-বি ফ্যান রা শুনে দেখুন(অবশ্যই জেনুইন টা আগে শুনে নিবেন,যদি শুনা না থাকে আগে)
এখান থেকে ডাউনলোড করুন
বিভিন্ন বিখ্যাত ব্যান্ডের তারকা রা এক সাথে মিলে এর একটা কাভার করেছিল,সেটাও শুনে দেখতে পারেন।
এক গানটি তে যারা যারা পার্ফম করেছেঃ
o Ian "Lemmy" Kilmister (Motörhead) – lead vocals
o Phil Campbell (Motörhead, Persian Risk) – guitar
o Rocky George (Suicidal Tendencies, Cro-Mags) – guitar
o Chuck Wright (Quiet Riot) – bass
o Chris Slade (Asia, AC/DC) – drums
গানটি এখান থেকে ডাউনলোড করুন
দ্যা ট্রুপার এর একটা ইন্সট্রুমেন্টাল পিয়ানো ভার্সন আছে,এটা আমার কাছে আসলেই চমতকার লেগেছে,অবশ্যই শুনে দেখুন!!
এখান থেকে ডাউনলোড করুন
যদি সকল ‘দ্যা ট্রুপার’ কাভার ভার্সন পেতে চান,তাহলে টরেন্ট এ উকি দিতে পারেন,আমি একটা টরেন্ট পেয়েছি যেখানে এই ভার্সন গুলা আছে
the trooper - Altar
the trooper - Betty's Love Child
the Trooper - Black Abyss
the Trooper - C.O.B
the trooper - Demons & Wizards
the Trooper - Dream Theater & B.Dickinson (Live)
the Trooper - Easy Rider
the Trooper - Gary Barden (MSG)
the Trooper - Holy Mother
the Trooper - Hoyry kone
the trooper - iron maiden
the trooper - iron maiden (live)
the Trooper - Lord Belial
the Trooper - Machine Head - live
the Trooper - Morbid angel
the Trooper - MSG
the trooper - Rage
the Trooper - Scott Lavender (with Piano)
the Trooper - Sentenced
the Trooper - Surf Report
the trooper - The Iron Maidens
The Trooper - The String Quartet (with Cello)
The Trooper - Thurumper
the trooper - Vital Remains
the Trooper - Zen Guerrilla
টরেন্ট ফাইল টি এখানে আছে,ক্লিক করুন
অনেক বেশি বেশি আয়রন মেইডেন এর গান শুনুন!!
UP THE IRONS \,,/
Disclaimer: ***এখানে প্রদত্ত বেশীর ভাগ তথ্য নেট থেকে নেওয়া এবং লিঙ্ক গুলিও তদ্রুপ নেট থেকেই নেয়া। যদি কোন লিঙ্ক কাজ না করে আমাকে দয়া করে জানাবেন,আমি সেইটা ঠিক করে/পালটে দেবার চেষ্টা করব।
তথ্যসুত্রঃ
*আয়রন মেইডেন অফিসিয়াল ওয়েবসাইট
*এন্সাইক্লোপেডিয়া মেটালাম
*উইকিপিডিয়া
*আয়রনএন্ডমেইডেন ডট কম
*আয়রনমেইডেনহেভেন ডট কম
*বিবিধ
লিঙ্কক্সুত্রঃ
*নিজস্ব আপ্লোড কৃত
*এম্পিথ্রীরেইড ডট কম
*এয়ারএম্পিথ্রী ডট কম
*বিবিধ
-------------------------***------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।