আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়া কাঁপানো আয়রন লেডি

ক্লিওপেট্রাকে বলা হয় নারী শাসকদের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী। স্বভাবতই বোঝা যাচ্ছে সেই দুই হাজার বছর আগের ক্লিওপেট্রা তো বটেই তারও অনেক আগ থেকে পৃথিবী শাসনে ভূমিকা রাখছেন নারীরা। এই ইতিহাস যেমন অনেক বেশি পুরনো, ঠিক তেমনি পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য নারী শাসকদের তালিকাও বেশ দীর্ঘ। এদের মধ্যে অনেকেই তাদের ব্যক্তিত্বের দৃঢ়তা এবং শাসনক্ষেত্রে পারদর্শিতা দেখিয়ে চমকিত করেছেন গোটা বিশ্বকে। ব্রিটেনের মার্গারেট থ্যাচারের কথাই ধরা যাক। ব্রিটেনের সর্বোচ্চ ক্ষমতা গ্রহণের পর নৈতিক রাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং সার্বিক অধিকারের ওপর জোর দিয়ে গোটা বিশ্বে 'আয়রন লেডি' হিসেবে পরিচিতি পান। বিশ্ব ইতিহাসে এমন নারী আরও রয়েছে। সেইসব দুনিয়া কাঁপানো আয়রন লেডিদের নিয়েই আমাদের আজকের আয়োজন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।