আমাদের কথা খুঁজে নিন

   

আয়রন ম্যান স্যুট বানাবে মার্কিন সেনাবাহিনী

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই আয়রন ম্যান স্টাইল স্যুট তৈরি করার জন্য সেনাবাহিনী থেকে প্রযুক্তি শিল্পকারখানা, সরকারি ল্যাব এবং অ্যাকাডেমিকদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। এ বিশেষ স্যুটটির নাম দেওয়া হয়েছে ‘দ্য ট্যাকটিকাল অ্যাসাল্ট লাইট অপারেশন স্যুট (টালোস)’।
টালোসের এমন একটি কাঠামো হবে, যার বিভিন্ন স্তরে সেন্সরযুক্ত স্মার্ট উপাদান থাকবে। এছাড়াও স্যুটটি ওয়াইড-এরিয়া নেটওয়ার্কিং এবং গুগল গ্লাসের মতো পরিধানযোগ্য ডিভাইস স্থাপন করা যাবে। স্যুটটি যাতে শরীরের তাপ, হৃৎস্পন্দন ও হাইড্রোশনের মাত্রা জানাতে পারে এমন ক্ষমতাসম্পন্ন করে বানাতে চাচ্ছে বলে জানিয়েছে নির্মাতারা।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর গবেষণা, উন্নয়ন এবং ইঞ্জিনিয়ারিং কমান্ডের বিজ্ঞান উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল কার্ল বোর্জেস জানিয়েছেন, যুদ্ধের এ স্যুটটিতে তারা একটি বহিরাবরণের মধ্যে শক্তি পর্যবেক্ষণ, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং অস্ত্র যুক্ত করতে চাচ্ছেন।
“এতে আধুনিক বর্ম, যোগাযোগ অ্যান্টেনা, জ্ঞানসম্পর্কিত দক্ষতা, সেন্সর এবং ক্ষুদ্র আকৃতির সার্কিট-- সবই থাকবে।” বলেন বোর্জেস।
আগামী তিন বছরের মধ্যে টালোস প্রস্তুত করার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.