আমাদের কথা খুঁজে নিন

   

দ্বীপের নাম মনপুরা



দ্বীপের নাম মনপুরা। নামটা কানে এসে লাগলেই কেমন একটা রোমান্টিক ভাব এসে যায় যেন মনে। দ্বীপের ছবিটাও বেশ মনকাড়া। দূরদিগন্তে একসঙ্গে মিশেছে আকাশ আর জল। নদীর জলরাশি পাক খাচ্ছে দ্বীপের সবুজ গাছগাছালির গোড়ায়।

দ্বীপের ভূমিদৃশ্য সত্যি, বড়ই মনোহর! এমনকি সংবাদের শুরুটাও বেশ সুখপাঠ্য—‘বনে চিত্রাহরিণের পাল চরে বেড়ায়, আর গাছের ডালে ডালে বানরের দস্যিপনা। কেশওয়ালা কুকুরের দেখা মেলে এখানে। ৪০০ বছর আগে পর্তুগিজরা এখানে আস্তানা গেড়েছিল...। ’ এমন একটা দ্বীপ ভ্রমণপিয়াসীদের হাতছানি দিয়ে ডাকবে, এ আর বিচিত্র কি! এই দ্বীপের নামে যে একটা দারুণ ব্যবসাসফল ছবি হয়ে গেছে, সেটাও নিশ্চয়ই এত দিনে আমাদের সবার জানা। কিন্তু সংবাদটার পুরো শরীরে চোখ বোলালে ‘মনপুরা’ নামের রোমান্টিক আবেশটুকু আর অবশিষ্ট থাকে না।

আমরা অচিরেই জানতে পারি নদীভাঙনের মুখে পড়ে মনপুরা এখন মুমূর্ষুপ্রায়। এলাকাবাসী বারবার তাঁদের ভালোবাসার মনপুরাকে বাঁচানোর জন্য কাকুতি-মিনতি করেছেন। মানববন্ধন করেছেন। কর্তৃপক্ষের কাছে আরজি পেশ হয়েছে। মনপুরাকে জিইয়ে রাখার জন্য জোরদার কোনো কাজ হয়নি।

(সূত্র: প্রথম আলো, ৩১ অক্টোবর, ২০০৯)।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।