আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাল দ্বীপের সাগর তলে


দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমন করেন প্রতিদিন হাজারো দেশি বিদেশী পর্যটক। পর্যটকদের কাছে অপরূপ এই দ্বীপের মূল আকর্ষন সাগরের সুনীল জলরাশি আর নারকেল গাছের ছায়ায় ঢাকা বিস্তির্ন সাদা বালুকাবেলা। মুল দ্বীপের কোলাহল থেকে আরেকটু দুরে আছে ছেড়াদিয়া বা ছেড়াদ্বীপ যা কিনা জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে সেন্ট মার্টিন থেকে। ছেড়াদিয়ার কেয়া গাছের সারি আর বড় বড় পাথর (মৃত প্রবাল) মুগ্ধ করে সবাইকে। অধিকাংশ মানুষ এই পাথর গুলোকেই প্রবাল ভেবে ফিরে যান একসময়, অথচ তারা জানতেও পারেন না কি বিচিত্র এক জগত পড়ে আছে পাশেই পানির তলে।

প্রবাল বা কোরাল এক ধরনের জীবিত কিট যা কিনা সাগরের তলদেশে তৈরী করে বিচিত্র বর্ন ও ধরনের বাসা। সেন্ট মার্টিনের আশেপাশে সাগরের নীচে ডুব দিলে দেখা মিলে বিচিত্র এই কোরাল, নানা বর্নের মাছ ও শৈবালের। সাগরের নীচে দেখার জন্য চোখে পড়তে হবে মাস্ক বা সাতারের চশমা, সবচেয়ে ভালো হয় স্নোরকল ব্যবহার করলে। স্নোরকল হচ্ছে চোখে দেয়ার একটি মাস্ক ও নিশ্বাসের জন্য একটা ছোট্ট পাইপ দিয়ে তৈরী বস্তু যা পড়ে অনেক্ষন পানিতে সাঁতার কাটা যায় নিশ্বাসের জন্য পানি থেকে মাথা না তুলেই। পানির নীচে দেখার জন্য ভালো ভাটার সময়, যেসব জায়গায় অনেক মৃত প্রবাল রয়েছে সেখানে হাটু পানি বা কোমর সমান পানিতে ডুব দিয়ে দেখতে পারেন।

নীচের স্থান গুলোতে অনেক কম পানিতে প্রবাল ও মাছ দেখা যায়: ১। ছেড়াদিয়াতে পানি নেমে গেলে যেসব স্থানে পানি জমে থাকে বেসিনের মত। ২। কোস্ট গার্ডের অফিসের সামনে। ৩।

মেরিন পার্কের উভয় পার্শ্বে। নিজের স্নোরকল না থাকলে ৬০০-৭০০ টাকায় ভাড়া নিতে পারেন রেসকিউ স্কুবা শপ থেকে (সেন্ট মার্টিন জেটির ডান পাশে জলপরী তে অফিস, বিস্তারিত http://www.scubabd.com)। স্নোরকল না পেলে অন্ত্যত সাতারের চশমা পড়ে ডুব দিতে পারেন, পাবেন শহরের যেকোন স্পোর্স্ট শপে ১০০-২০০ টাকার মধ্যে। পাথর বা মৃত কোরালের ভেতর দিয়ে নামার সময় খুব সাবধান থাকতে হবে, প্রচন্ড ধারালো হয়ে থাকে এই গুলি, যেকোন সময় হাত পা কেটে যেতে পারে। ভুলেও কোরাল তুলে আনার চেস্টা করবেন না, হাত পা খুব সহজেই কাটতে পারে এছাড়াও পরিবেশ রক্ষা আইনে জেল জরিমানা হয়ে যাবে তাতে।

নিজের স্নোরকল থাকলে নৌকা ভাড়া নিয়ে যেতে পারেন তীর থেকে একটু দুরে শান্ত পানিতে, সিমানা পেরিয়ে রিসোর্টের সামনের দোকানের নুর আলম ও মউত আলমের নৌকা নিতে পারেন, মউত আলম বেশ কিছু স্পট দেখাতে পারবে আপনাকে। এই সুন্দর জগত দেখার পাশা পাশি খেয়াল রাখুন যেন তা আপনার কারনে ক্ষতিগ্রস্থ না হয়, বিরত থাকুন সাগরে বা সাগর পাড়ে ময়লা, চিপস এর প্যাকেট, পানির বোতল ইত্যাদি না ফেলতে। যেকোন রকম তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন বাংলাট্রেক ওয়েবসাইট http://www.banglatrek.org এ। আরো ৬০টি সেন্ট মার্টিনের পানির নীচের ছবি এইখানে দেখুন। বি:দ্র: আমার উপরের এই লেখাটি ৪ই মে ২০১০ দৈনিক সমকালের শৈলী তে প্রাকাশিত হয়।

কেউ আবার ভেবেন না অন্যকারো লেখা মেরে দিয়েছি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.