আমাদের কথা খুঁজে নিন

   

দ্বীপের নাম পেদা টিং টিং

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

নামটা অদ্ভুত পেদা টিং টিং। রাঙ্গামাটিতে যারা স্পিড বোট করে ঘুরেছেন তারা নিশ্চই দেখেছেন সেই বিশাল লেকের মাঝে অনেক ছোট বড় বিচ্ছিন্ন পাহাড় আছে। এদেরই একটি পাহাড় বা দ্বীপের নাম পেদা টিং টিং।

এটা একটা পিকনিক স্পট। বেশ কয়েক বছর আগে আমরা যখন গিয়েছিলাম, তখন এটির যাত্র মাত্র শুরু হয়েছে। বেশ গোছানো একটা স্পট, ঢুকতেই চোখে পড়লো বাঁেশর আর ছনের তৈরী খুবই সুন্দর আধুনিক একটা হোটেল। এটার নামও পেদা টিং টিং। ঘন্টা খানেক ছিলাম আমারা এই দ্বীপে।

বিভিন্ন ডিজাইনের বাশেঁর বেশ কয়েকটা ঘর আছে এখানে, প্রত্যেকটাই মানিয়ে গেছে পাহাড় আর লেকের সাথে। পাহাড়ের উপর দাড়িয়ে সূর্যাস্ত দেখলাম। সূর্যটা চোখের সামনে হারিয়ে গেলো লেকের পানিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।