একটি ছোট দ্বীপ, চারিদিকে শুধুই সমুদ্র, তার ঢেউ, গর্জনের উন্মাদনা। উপরে বিশাল আকাশ । আকাশের নীল আর সূর্যের তিক্ত রোদের অপূর্ব মিশ্রন। লাল আভা ছড়িয়ে আছে দ্বীপটির চারিদিকে, বালিগুলো যেনো চিকচিক করছে রুপার মতন্,দুরে কিছু গাংচিল, একটা ছোট্ট নৌকো তীরে আছে দাড়িয়ে। এই নৌকোটিতে চড়ে এসেছে দুজন মানব মানবী, ঘর বাঁধবে তারা এখানে।
শুধুই দুজন, আর কোথাও নেই কোনো জনমানবের চিহ্ন। নির্জনতার মাঝেও এতো আনন্দ। দ্বীপটির কোনো নাম নেই, কি নাম দেয়া যায় এর ? চারিদিকে নির্জনতা যেনো কোনো রুপকথা - তবে কি একে রুপকথা বলা যায় না ?
দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অনেকক্ষন। এক শীতল হাওয়া এসে স্পর্শ করলো ওদের।
কথা,
চলো আমরাও চলে যাই এমন কোনো দ্বীপে, যেখানে কোনো বাঁধা থাকবে না।
আমি তোমাকে আগলে রাখব সবসময়। আমরা প্রতিদিন আমাদের ভালোবাসবো নতুন করে।
আমার স্বপ্নগুলো কি এতোই কঠিন ?
রুপ
২৮শে আগষ্ট,০৮
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।