আমাদের কথা খুঁজে নিন

   

যেতে নাহি দেব, তবু চলে যায়........অন্তুর বাবা আর নেই................................

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

একটু আগে মিরাজ ফোন করে জানালো যে অন্তুর বাবা নাকি মারা গেছেন।

হার্ট স্ট্রোকে। মিরাজের সাথে কথা বলার পরপরই অন্তুর এক বান্ধবী এসে বেল টিপে একই কথা বললো। আমি নিশ্চিত হবার জন্যে মামুন ভাই (অন্তুর চাচাতো ভাই হয় খুবসম্ভবত)-কে কল দিলাম। সে বিস্তারিত জানালো। প্রথম প্রাপ্ত তথ্যটা ভুল ছিল।

এখন বিস্তারিত জেনেছি। তাই পোস্ট এডিট করে দিলাম::: অন্তুর আব্বু বায়িং হাউজে চাকরী করতো। প্রতিদিন আমাদের স্কুলের সামনে দিয়ে হেটে বাস ধরতে যায়। আজকেও যাচ্ছিল। কিন্তু আমাদের স্কুলের সামনে গিয়েই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়।

তখন সেখানে থাকা সুইপাররা স্কুলের মাঠে নিয়ে বসায় এবং অন্তুদের বাসায় কল দেয়। অন্তুর মা আর বোন এসে হাসপাতালে নেবার পথে সে মারা যায়। সে স্ট্রোক করছিল। আমি সমস্ত ঘটনাটা শুনেছি আজকে স্কুলে গিয়ে আমাদের স্কুলের দারোয়ানের কাছে। ।

। মানুষের জীবনটা এমন হয় কেন বলতে পারবেন? তার কি এমন বয়স হয়েছিল যে চলে যেতে হবে? এখন অন্তুর কি হবে? সেই একজন মানুষ ছিল যে তার মেয়েকে ভালবাসতো। খুব ভাল মানুষ ছিলেন তিনি। খুব ভাল.........। শুনেছি মৃত মানুষদেরকে কখনো খারাপ বলতে হয়না।

কিন্তু মৃত মানুষ বলে নয়। সে আসলেই খুব ভাল এবং বড় মনের মানুষ ছিলেন। তার সাথে আমি ফোনে কথা বলেছিলাম। তিনি আমাকে অনেক বুঝিয়েছিলেন। অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন।

এই মানুষটার প্রতি আমার অন্যরকম একটা সম্মান ছিল। এখন তার কথা মনে পড়লে শুধুই কান্না পাচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.