ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।
সত্যবাদী মনে রেখ
সত্য কথায় ছল নাই
মিথ্যাবাদী সবার পর
তার কোন দল নাই।
সত্য কথা বলতে জানো
ভয় লাগে কার?
মিথ্যে কথায় জিততে গিয়ে
হারে যে আবার!
আসলে তার ছলনা সব
মনের ভেতর বল নাই,
মিথ্যাবাদী সবার পর
তার কোন দল নাই।
সত্য বলি জিতবো শেষে
এই কথাটা মানো
সত্য লাগি যুদ্ধ কর
লাগলে দিও জান-ও।
মিথ্যে আশায় বাঁচতে চেয়ে
শেষে কোন ফল নাই,
মিথ্যেবাদী সবার পর
তার কোন দল নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।