আমাদের কথা খুঁজে নিন

   

আমি যুবক এক উদভ্রান্ত পথিক(রিপোস্ট)

স্বপ্নবাজ

আমি যুবক এক উদভ্রান্ত পথিক চারিদিকে আমার আধাঁর আর আধাঁর, অনিশ্চিত ভবিষ্যত মনের ভিতর জ্বলে উঠে ভালবাসার দাবানল, বার বার বহুবার টাকার দোকানে বিক্রি করে আসি বিবেকের সবকটি হাতিয়ার গত ত্রিশটি বছরে কিনেছি যত তত দামী অদামী শিক্ষার সনদ ছোট একটা চাকুরির জন্য তা কোনকালেই যথেষ্ট নয় কবিতা লিখতে বসে বুঝেছি কাঁচা হাতে এসব হয়না চোখে স্বপ্ন-বুকে ভালবাসা নিয়ে তন্ন তন্ন করে খুজেছি আমার ভবিষ্যত বার বার ভেবেছি -এভাবে বেঁচে না থাকলেই কি নয়? কিন্তু হায়! মৃত্যু ডাকলেও আসে না। একটা নীড়ের আশায় নারী থেকে নারী চষে বেড়িয়েছি বহুকাল ত্বন্নীর বকে মাথা রেখে ঘুমানোর বড় আশা ছিল মনে হাতের মুঠোয় মৃত্যু নিয়ে ছুটেছি ভালবাসার পিছনে দুরন্ত বেগে। সে আমায় বলেছিল ভালবাসবে আজীবন-অনন্তকাল আজ তার ভালবাসার বাসর ঘরে শুধুই অর্থের খেলা আজ সে অর্থের কারাগারে শুধুই এক নারী, ভালবাসাহীন এক প্রাণীর শুধুই মাংসের খেলা। আমি যুবক এক উদভ্রান্ত পথিক আমার ভাগ্যাকালে আজ বৈশাখী ঝড় আমার হাতে আজ হাতিয়ার, রিভলবার , আরও কত কি, অসামাজিকতা বড় ভাল লাগে উদভ্রান্তের মত বিবেকের চেয়ে আবেগকে বড় মনে হয় গড়ার চেয়ে ভাঙতে বড় ভাল লাগে আজ আজ ভালবাসতে নয়, ঘৃনা করতে পারি বড় অবলীলায় আপন-আত্নীয় সবাইকে হাড়িয়ে ফেলি ঘৃনার সাগরে আজ আমি একা- বড় একা চারিদিকে শুধু নিরবতা , নিধর নিরবতা আর শকুনের ডাক। মাঝে মাঝে ভাবি, ভাবি পরির্বতনের কথা সমাজের সব পুরোনো প্রথা ভেঙে, নতুন করে কি সাজানো যায় না? প্রতিটি শিশুর ভবিষ্যৎ মুড়ে দেয়া হোক বাইশ কেরোট সোনায় প্রতিটি প্রেমিকার মনে চাষ করা হোক নির্ভেজাল ভালবাসা প্রতিটি যুবকের মনে গড়ে তোলা হোক সম্ভাবনার হিমালয় প্রতিটি ঘরে ঘরে তৈরি হোক শান্তি, সুখ আর ভালবাসার তাজমহল। আর আমার পাওয়া না পাওয়ার বেদনাগুলো সাইরেন হয়ে বেজে উঠুক প্রতিটি প্রতিবাদী যুবকের মনে, বিবেকে, বুকের পাজরে, আর আমার প্রেমিকার জলসাঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।