নতুন করে পেয়েছি তোমাকে আবার পেয়েছি, আপন করে নেয়ার সময় এসেছে আজ। রাতের মত অন্ধকার নিস্তব্ধ তোমার ছায়া আগলে রেখেছি এতদিন, তোমার চঞ্চলতা বুঝিনি।
মুক্ত হতে চেয়েছিলাম
অবশেষে মুক্তি পেলাম।
বাউল আমি ছন্নছাড়া
আমায় বেঁধে রাখবে বলে
কত আয়োজন, কত অজুহাত!
পারবে না ঠিক জানতাম,
এমন করে একটা সময়
তোমায় গুরু মানতাম।
ঢাল তলোয়ার, লাঠি
যুদ্ধ হবেই হবে বলেছিলে
পরক্ষণে বিদায় দিতে
লক্ষ্মী বধু সেজেছিলে।
পেরেছ কি?
পারবে না ঠিক জানতাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।