পুরনো আমিটাই ভাল ছিলাম... হাঁটছি পথে, প্রাচীন হতে ভাঙছি কোলাহল রিক্ত হাতে, স্বপ্ন পেতে আঁকছি চলাচল; ঘামছে কপাল, নিত্য সকাল রাঙছে করতল পুড়ছে জমিন, কষ্ট গহীন জ্বলছে পদতল। ও সময়, শ্রান্তি কবে বল? শিশুর মতো, কান্না যতো বুকপকেটে রাখি টোকাই বালক, চক্র চালক মুখলুকিয়ে থাকি; বাঁধন খুলে, দৃষ্টি তুলে ইচ্ছেডানা পাখি আপন ভুলে, বাউন্ডুলে ছুটছি দিয়ে ফাঁকি। ও সময়, ক্লান্তি কোথা রাখি? যাত্রি একা, নীরব থাকা শূন্য চরাচর নিঃসঙ্গতা, কাব্যকথা বন্ধু পরস্পর; কমছে ক্ষরণ, মিলছে চরণ শব্দ বাড়িঘর স্নেহের জ্বলন, দৃপ্ত চলন স্বপ্ন কারিগর। ও সময়, থামবি অতঃপর? ------------------------------- কিছু কিছু স্নেহের জ্বলন বাউন্ডুলে হতে দেয় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।