আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের গণজাগরন

আমি অবুঝ শাহবাগে যে গণজাগরন চলছে ,তার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল এটি একটি নেতাহীন স্বতস্ফূর্ত ইতিবাচক আন্দোলন। এখানে যারা আসছেন,তারা সবাই নিজের হৃদয়ের টানে আসছেন, আসছেন প্রানের দাবি নিয়ে। কাঁদতে আসিনি,ফাঁসির দাবি নিয়ে এসেছি। সবাই যেন এক একজন অগ্নিস্ফূলিগ্ন ,সবাই নেতা, সবার একই দাবি। সবার মুখে একই স্লোগান, জয় বাংলা।

এটি আর একটি দল বিশেষের একক সম্পদ না। তরুন প্রজন্ম ,৭১ এর বাঙ্গালীর জয়ধ্বনি সাদরে গ্রহন করেছে। জয় বাংলা স্লোগান নিয়ে বিতর্ক করা,সংকীর্ন মনের পরিচয় বহন করে অথবা যে জয়বাংলার বিরোধিতা করে ,সে আসলে বাংলাদেশ মেনে নিতে পারে নি। আমি অবাক বি এন পি নেতারা, শাহবাগের ব্যাপারে একের পর এক নাটকীয় মন্তব্য করছে। তাদের দিশেহারা মন্তব্য কিসের ইঙ্গিত বহন করে? বি এন পি যদি সত্যই যুদ্ধাপরাধীদের বিচার চাইত,তবে এখন পর্যন্ত জামায়াতের সাথে জোট বহাল থাকে কিভাবে? তারা এখন পর্যন্ত যতগুলি বিবৃতি দিয়েছে ,সবগুলি পরোক্ষ ভাবে যুদ্ধাপরাধীদের বিচার না করার পক্ষে।

একদিন ইতিহাসের কাঠগড়ায় অব্যশই বি এন পি কে দাঁড়াতে হবে। জানি না কবে তাদের শুভবুদ্ধির উদয় হবে। বি এন পি র উদ্দেশে বলতে চাই,আওয়ামিলীগ কখনোই আপনাদের অস্তিত্ব ধ্বংস করতে পারবে না। আপনাদের যদি মুসলিম লীগের মত পরিনতি হয় ,তবে তা হবে জামায়াতের জন্য। জামায়াতের সংখ্যা বৃদ্ধি মানেই আপনাদের সংখ্যা কমে যাওয়া,আমার বাক্তিগত অভিঙ্গতা তাই বলে।

সুতরাং এখনই সঠিক সময় জামায়াত কে ত্যাগ করার,এতে আপনাদের ভোট কমবে না। যদি তা না করেন ,তাহলে জামায়াতের মধ্য একদিন বি এন পি র কবর হয়ে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।