সব কাজের বিরোধীতা করা আমাদের অভ্যাস । কেউ ভাল কাজ করলে তাকে নিরুত্সাহিত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ।
কেউ শীতবস্ত্র বিতরন করবে - তখন গিয়ে বলব ,খেতে পায় না পোশাক দিয়ে কি করবে ?
রক্ত সংগ্রহে কাজ করতেছেন - মানুষ হাসপাতালেই যেতে পারে না ,রক্ত দিয়ে কি করবে ?
মানুষ কে সাহায্য করতেছেন - লোক দেখানো কাজ করতেছে ।
পরীক্ষায় ভাল ফলাফল করছেন - নকল করছে ।
এইবার আসি গণজাগরন মঞ্চের ব্যাপারে ।
তাদের ব্যাপারেও একি ভাবে সমালোচনা করা হয়েছে । তারা যখন পাকি দের বিরোধীতা করে তখন আপনারা বলেন ,কেন তারা ভারতের বিরোধীতা করতেছে না ? যখন তারা রাজাকারের বিচার চায় তখন বলেন সাগর-রুনির কথা ।
আওয়ামীলীগ যখন যুদ্ধাপরাধের বিচার শুরু করল ;তখন বলছেন , বিচার হলে কি পেয়াজের দাম কমবে !!!
আপনি এসব দাবি করতেই পারেন । তবে যখন সাগর-রুনির বিচার চাইতে মানব বন্ধন করা হয় তখন আপনি গলির মোড়ে ফুসকা খান ।
তবে তার চেয়েও বড় কথা হল ,যখন দেশবাসী টিপাইমুখ বাধের বিরোধীতা করতেছে ,তখন একজন কে ঈদের আগে বাড়ি রক্ষায় হরতাল ডাকতে দেখা যায় ।
সুতরাং নিজে ঠিক হন । ভাল কাজে সহায়তা করতে না পারলেও বাধা দিবেন না । আর অন্যের উপর সব কাজের দায়িত্ব না দিয়ে নিজেও কিছু করেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।