আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
তোমার নিঃশব্দ পতনে
______________
অনেকটা পথ পার হয়ে আসা হলো সময়ের পিছুপিছু হেঁটে হেঁটে ক্ষয়ে যায় পা হতে মস্তিষ্করুপ, সৌরতাপে জ্বলে যাওয়া ত্বকে বায়ূ স্পর্শে একে একে খুলে যায় সমস্থ রোম বুজে যায় রোমকূপ।
আমার প্রতিটি কোষে আগুন জ্বলে, অসহনীয় উত্তাপ
আমার মাতৃদুগ্ধ স্বাদ জ্বীভ উত্তপ্ত তরল বিস্বাদে সয়লাব।
অনেক ঘুরে তোমার ছায়াতলে এসেছি হে বৃক্ষ,
এই শীতলতায় গভীরের উত্তপ্ততা কতটা স্তিমিত রাখা যায়
তাতো এখনো জানা হলোনা,
এই ছায়া অথবা আমার দেহের উপর চাপানো সমস্থ মাটি
কিভাবে ফিরে যেতে সাহায্য করে বহুপূর্ব কোন অতীতে
তাতো এখনো ভাবা হলোনা ।
তোমার খুলে পড়া পত্রে পত্রে এ দেহ উর্বর হয়
তোমার নিঃশব্দ পতনে
এ দেহ পূনরায় মাটিতে মিশে যায়।
আবার কোন এক জনমে দেখা হবে হে ছায়াধারি
তোমার বীজ হতে অঙ্কুরিত তার হতে প্রষ্ফুটিত
বহুবর্ণ সুগন্ধীর সাথে,
আমার অতৃপ্ত দেহের কোন অংশ হতে তৈরীকৃত আমারই সাথে।।
______________________________________
_______বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।