কবিতা: অনন্তে অভিসার
-এম জসীম
প্রতি সন্ধ্যায় নক্ষত্রের চোখে অনন্ত দেখি
আর গাঢ় অন্ধকারের গুহায় নিমগ্ন হয়ে
স্বর্গীয় দ্বারের কাছাকাছি পৌঁছে যাই
আমি জানি জীবন আর স্বর্গের দূরত্ব
আলোকবর্ষ থেকে আলোকবর্ষ .....
আমার বিস্ময়ের ঘোর আবিষ্কার করে
নতুন নতুন নক্ষত্রপুঞ্জ
দেবদূতের চোখে তখন আলোর হরেক ঝিলিক
নভোমন্ডলে নীহারিকার জাঁকজমক প্রদর্শনী।
হৃদয়ের এই শূন্যতা
মধ্যরাতের আকাশের মতই নি:সঙ্গ
তবু আকাশ জুড়ে থাকে বিষন্ন জ্ঞানের সৌন্দর্য
এই সৌন্দর্যের স্তন চুয়ে পড়ে
বিরহ রস ; যেমন সমব্যথিত হই আমিও
যেখানে গোপন ব্যথা লুকিয়ে থাকে
যৈবতি মানবীর হৃদয় যেমন; অনুক্ত,আকুল
কেননা রাতভর আমরা
আনন্দের জন্য প্রার্থনা করি
শান্তির জন্য প্রতীক্ষা করি
আর ধৈর্য প্রার্থনায় মহত্তম শৈলির কাছে সমর্পিত হই।
ততক্ষণে গোরের সুগন্ধ শুষে নেয় বাতাসের ত্বক ।
-এম জসীম
৯.১১.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।