ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
আমরা সাধারণ মানুষ। ডিজিটাল এনালগের পার্থক্য বুঝিনা। তবে বর্তমান ডিজিটাল বাংলাদেশে বসবাস করে ডিজিটাল আর এনালগের পার্থক্য বুঝতে হবে আমাদের। আমাদের আম জনতাকে কিছুদিন আগেই জোর কইরা প্রাণ ম্যাংগোর মত চিপিয়া ধরিয়া ডিজিটাল বানানোর এক জটিল প্রয়াস চালানো হইয়াছিল। উক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে, ডিজিটাল শব্দের অর্থ কিছুটা হইলেও আমাদের কাছে পরিষ্কার হইয়াছে। আমরা এখন ডিজিটাল পিউপল। আমরা জানি ডিজিটাল হওয়ার অর্থ হলো এক ঘন্টা আগায়্যা যাওয়া আর এনালগ থাকার অর্থ হলো একঘন্টা পিছায়্যা থাকা। সুতরাং এখনও যাহাদের গায়ে ডিজিটাল বাতাসের ঝাপটা লাগে নাই তাহারা আসুন সকলে দলে দলে এনালগ হইতে ডিজিটাল মানবে রূপান্তরিত হইয়া দেশ ও দশের সেবায় নিয়োজিত হই।
ডিজিটাল বাংলাদেশের কল্যানময়ী সম্ভাবনার কিছু নাজরানা--
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।